নয়াদিল্লি: ভোটের মধ্যেই বড় ধাক্কা কংগ্রেসে৷ দল ছাড়লেন মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী৷ দল ছেড়ে যোগ দেন শিবসেনায়৷
শিবসৈনিক হয়ে প্রিয়াঙ্কা বললেন, আমি মুম্বইয়ের মেয়ে৷ কোনও পদের জন্য দলে আসিনি৷ শিবসেনাকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার কাজ করব৷ কোনও প্রলোভন নয়, মানুষের জন্য কাজ করতেই দল বেছে নিয়েছি৷ মহারাষ্ট্রে কাজ করতে গেলে শিবসেনার থেকে ভালো মঞ্চ কিছু হতে পারে না বলে জানান দলত্যাগী কংগ্রেস নেত্রী৷ এদিন মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উপস্থিতিতে দলে যোগ দেন৷ সাংবাদিক বৈঠকে প্রিয়াঙ্কা জানান, আমি খুশি যে সেনার তরফে পরিবারের সদস্য করে নেওয়া হয়েছে আমাকে। উদ্ধবজী ও আদিত্যজীর কাছে আমি কৃতজ্ঞ।
বুধবার কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন দলের সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি। তাঁর অভিযোগ, যাঁরা ঘাম-রক্ত ঝড়িয়ে দল করেন, তাঁদের থেকে গুণ্ডা ও লুম্পেনদের বেশি প্রধান্য দেওয়া হচ্ছে কংগ্রেসে। এদিন ট্যুইটারে এই ভাষাতেই ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
Priyanka Chaturvedi: I know I will be held accountable for my past statements and my views and that how I came to this conclusion but I would like to say that this decision of joining Shiv Sena I have taken after a lot of thought pic.twitter.com/2BuzaSCmas
— ANI (@ANI) April 19, 2019
সেখানে কয়েকজন দলীয় নেতা-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহারের করে বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কংগ্রেস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষনেতৃত্ব। কিন্তু কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় হস্তক্ষেপে তাদের পুনর্বহাল করা হবে বলে জানিয়ে দেয় দল। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, দলের জন্য ইট-পাটকেল খাচ্ছি এবং নানাভাবে হেনস্তার শিকার হচ্ছি। কিন্তু কংগ্রেসের মধ্যেই যারা আমাকে হুমকি দিল, তারা সহজেই ছাড়া পেয়ে গেল। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি, দলের এই সিদ্ধান্তে ‘দুঃখ’ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।