প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি, সাসপেন্ড নির্বাচনী পর্যবেক্ষক

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে তল্লাশি চালানোর ‘শাস্তি’! সাসপেন্ড করা হল ওড়িশার এক নির্বাচনী পর্যবেক্ষককে। বুধবার রাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে উত্তাপ ছড়াল রাজনীতির ময়দানেও। বৃহস্পতিবার মোদিকে নিশানা করে একের পর এক ধেয়ে এল বিরোধীদের কটাক্ষের বান। কড়া সমালোচনার মুখে পড়ল কমিশনও। ‘বাক্স রহস্যে’র রেশ টেনে কংগ্রেস প্রশ্ন তুলল, কী এমন রয়েছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে? যা

39abd794680f6b5bc31e257f93dea386

প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি, সাসপেন্ড নির্বাচনী পর্যবেক্ষক

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে তল্লাশি চালানোর ‘শাস্তি’! সাসপেন্ড করা হল ওড়িশার এক নির্বাচনী পর্যবেক্ষককে। বুধবার রাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে উত্তাপ ছড়াল রাজনীতির ময়দানেও। বৃহস্পতিবার মোদিকে নিশানা করে একের পর এক ধেয়ে এল বিরোধীদের কটাক্ষের বান। কড়া সমালোচনার মুখে পড়ল কমিশনও। ‘বাক্স রহস্যে’র রেশ টেনে কংগ্রেস প্রশ্ন তুলল, কী এমন রয়েছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে? যা আম-ভারতকে জানাতে চান না প্রধানমন্ত্রী! আম আদমি পার্টি (আপ)-এর মন্তব্য, ‘আমাদের চৌকিদার বুঝি কিছু লুকোচ্ছেন!’

মহম্মদ মহসিন নামে ওই পর্যবেক্ষক কর্ণাটক ক্যাডারের আইএএস। ওড়িশায় ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার সম্বলপুরে নির্বাচনী জনসভা ছিল মোদির। সেখানেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন মহসিন। তাঁর এই আচমকা তল্লাশির কারণে হেলিকপ্টার ছাড়তে প্রায় ১৫ মিনিট দেরি হয় বলে অভিযোগ। সম্বলপুরের জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে কমিশন মহসিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।

মহসিনের ‘অপরাধ’ হিসেবে কমিশনের একটি সূত্রের ব্যাখ্যা, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। আর এসপিজি সুরক্ষা প্রাপকদের গাড়ি কিংবা উড়ানে তল্লাশির ক্ষেত্রে ছাড় রয়েছে। এক্ষেত্রে ওই পর্যবেক্ষক এসপিজি’র সঙ্গে কোনওরকম সমন্বয় না রেখেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন। মূলত সেই কারণেই মহসিনকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলে কমিশনের যুক্তি। যাকে ‘সারবত্তাহীন’ বলে শাস্তির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাহুল গান্ধীর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *