বাংলায় ফের পুনর্নির্বাচন? দিল্লিতে জরুরি বৈঠক কমিশনে

কলকাতা: দুই দফায় সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীদের তোলা পুনর্নির্বাচনের দাবি খোতিয়ে দেখতে দিল্লিতে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন৷ বিরোধীদের দাবি ও নির্বাচনী আধিকারিকদের পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আজই দিল্লিতে বসছেন স্পেশাল অবজার্ভার অজয় ভি নায়েক৷ আজ, মূলত প্রথম দফার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ও তৃতীয় দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজই দিল্লি উড়ে গিয়েছেন

বাংলায় ফের পুনর্নির্বাচন? দিল্লিতে জরুরি বৈঠক কমিশনে

কলকাতা: দুই দফায় সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীদের তোলা পুনর্নির্বাচনের দাবি খোতিয়ে দেখতে দিল্লিতে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন৷ বিরোধীদের দাবি ও নির্বাচনী আধিকারিকদের পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আজই দিল্লিতে বসছেন স্পেশাল অবজার্ভার অজয় ভি নায়েক৷ আজ, মূলত প্রথম দফার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ও তৃতীয় দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজই দিল্লি উড়ে গিয়েছেন  স্পেশাল অবজার্ভার অজয় ভি নায়েক৷

তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে প্রথম দফায় প্রায় ৩০০ বুথে পুনর্নির্বাচনের দাবি নির্বাচন কমিশনে জানিয়ে আসেন বিজেপি নেতা মুকুল রায়৷ দ্বিতীয় দফায় একই দাবি জানিয়ে রায়গঞ্জে অন্তত ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বাম নেতৃত্ব৷ সূত্রের খবর, বিরোধীদের তোলা অভিযোগ ও কমিশনের কর্তাদের বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা চূড়ান্ত করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷

ইতিমধ্যেই কোচবিহারের শীতকুচিতে ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশনের৷ কোচবিহারে শীতকুচি-সহ ২৯৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয় বিজেপির তরফে৷ বৃহস্পতিবার এই একই দাবিতে ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন কোচবিহারের বিজেপি প্রার্থী৷ নিশীথের ধর্না তুলতে এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি বাধে৷ পরে, নিশীথের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ৷ জানা গিয়েছে, ওই বুথে মক পোলের ভোটগুলিও রয়ে গিয়েছিল৷ যে কারণে সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করেছিলেন রিটার্নিং অফিসার। রিভিউর পরে প্রাথমিকভাবে ওই বুথে ফের ভোট নেওয়ার সদ্ধান্ত নিয়েছে কমিশন৷

কোচবিহার আসনে ২৯৭টি ও আলিপুরদুয়ারের ৪২টি বুথে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়৷ পাশপাশি যে সব জেলাশাসক গত পঞ্চায়েত ভোটে যেখানে ছিলেন, লোকসভা ভোটের সময়ও একই জেলায় রয়েছেন, তাঁদের বদলির দাবিও জানিয়েছে বিজেপি৷ এবার দেখার, আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলার ভাগ্যে পুনর্নির্বাচনের সুপারিশ কার্যকর হয় কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =