#ExitPolls: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুদুচেরিতে ঝড় বিজেপির

#ExitPolls: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুদুচেরিতে ঝড় বিজেপির

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

 

নয়াদিল্লি: শেষ হয়েছে একুশের বিধানসভা নির্বাচন। চার রাজ্যের পাশাপাশি একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও সম্পন্ন হল নির্বাচন। এবার বুথ ফেরত সমীক্ষার পালা। নজর রাখা যাক একুশের বিধানসভা নির্বাচনের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কী ধরনের ফলাফল হতে পারে!

৩০টি বিধানসভা আসন বিশিষ্ট পুদুচেরি বিধানসভায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ জোট। Republic-CNX -এর এক্সিট পোল অনুযায়ী পুদুচেরিতে এনডিএ জোট পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। ইউপিএ জোটের ঝোলায় যাবে ১১ থেকে ১৩টি আসন।

একইভাবে, Abp-Cvoter-এর এক্সিট পোল অনুযায়ী এনডিএ জোট জিততে চলেছে ১৯ থেকে ২৩টি আসন। অন্যদিকে, ৭ থেকে ১১টি আসুন জিততে পারে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট।

পাশাপাশি,  Times Now-Cvoter-এর এক্সিট পোল অনুযায়ী পুদুচেরির ৩০টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট ১৮টি আসন জিতবে। ইউপিএ জোট পেতে পারে ১২টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *