কলকাতা: রাজ্যে সপ্তম দফা ভোটের আগে খাস কলকাতায় রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গ বিজেপি সূত্রের দাবি, কেবল প্রধানমন্ত্রী নন, একই দিনে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মহানগরীর বুকে হুড খোলা গাড়িতে চড়ে ভোট প্রচারে বেরবেন।
দলের পশ্চিমবঙ্গ শাখার তরফে এই পরিকল্পনা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৯ মে রাজ্যে শেষ তথা সপ্তম দফার ভোট রয়েছে। ন’টি লোকসভা কেন্দ্রে ওই দিন ভোট হবে। কেন্দ্রগুলি হল— কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার এবং মথুরাপুর। কলকাতা সহ সংলগ্ন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকসভা কেন্দ্রেগুলিতে ওই দিন ভোট।
বিজেপির পরিকল্পনা অনুসারে, ১৫ থেকে ১৭ মে’র মধ্যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে দিয়ে কলকাতায় রোড-শো করানোর চেষ্টা চলছে। শহরের উত্তর এবং দক্ষিণ প্রান্ত থেকে বিজেপির দুই হেভিওয়েটকে দিয়ে প্রচার করিয়ে গোটা মহানগরীতে কম্পন ধরাতে চাইছে গেরুয়া শিবির। শহরের আশপাশের বাকি সাতটি লোকসভা কেন্দ্রের ভোটে যার ইতিবাচক ফল তুলতে মরিয়া পদ্ম শিবির।