কলকাতা: শনিবার উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধায়কে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দক্ষিণবঙ্গে একই দিনে মোদির দুই সহযোগী অমিত শাহ-যোগী আদিত্যনাথকে দিয়ে সাত-সাতটি সভা করে রাজ্যের শাসকদলকে আরও চাপে ফেলার পরিকল্পনা করেছে বিজেপি।
দলীয় সূত্রের দাবি, আগামীকাল, সোমবার রাজ্যে ভোট প্রচারে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অমিত শাহের চারটি সভা করার কথা রয়েছে। ঠিক তেমনই হিন্দুত্বের অন্যতম মুখ যোগী আদিত্যনাথেরও তিনটি জনসভা করার কথা রয়েছে। জানা গিয়েছে, আজ, রবিবার রাতেই শহরে ঢুকে পড়বেন অমিত শাহ। পরদিন অর্থাৎ সোমবার প্রথমে উলুবেড়িয়া, কৃষ্ণনগরে সভা সারবেন তিনি। ওই দিনই দ্বিতীয় পর্যায়ে বর্ধমান ও সিউড়িতে আরও দু’টি রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একই দিনে যোগী আদিত্যনাথের বনগাঁ, কাটোয়া এবং বহরমপুরে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তোলার কথা রয়েছে।