মুকুল পুত্র কি বিজেপিতে? ‘তৃণমূলী গদ্দাদে’র নয়া বার্তা মমতার

কৃষ্ণনগর: রবিবার নদিয়ার গয়েশপুরে নির্বাচনী সভা থেকে ‘তৃণমূলের গদ্দাদে’র উদ্দ্যেশে নয়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, তৃণমূলের যত গদ্দার আছে, তাদের নিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি৷ নাম উল্লেখ না করে মুকুল ও তাঁর পুত্রের বিরুদ্ধে সরব হন মমতা৷ বলেন, ‘‘তৃণমূলের এক গদ্দার সব টাকা নিয়ে চলে গিয়েছে৷ সে এখন বলে বেরাচ্ছে, বাংলায়

মুকুল পুত্র কি বিজেপিতে? ‘তৃণমূলী গদ্দাদে’র নয়া বার্তা মমতার

কৃষ্ণনগর: রবিবার নদিয়ার গয়েশপুরে নির্বাচনী সভা থেকে ‘তৃণমূলের গদ্দাদে’র উদ্দ্যেশে নয়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, তৃণমূলের যত গদ্দার আছে, তাদের নিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি৷ নাম উল্লেখ না করে মুকুল ও তাঁর পুত্রের বিরুদ্ধে সরব হন মমতা৷

বলেন, ‘‘তৃণমূলের এক গদ্দার সব টাকা নিয়ে চলে গিয়েছে৷ সে এখন বলে বেরাচ্ছে, বাংলায় জিতবে৷ ক্ষমতা থাকলে একটা আসন জিতে দেখান বাংলা থেকে৷’’ তৃণমূল সুপ্রিমো এদিন সাফ জানিয়ে দেন, ‘‘সব গদ্দাররা চলে যাও৷ দরজা খোলা আছে৷ আমার কিচ্ছু যায় আসে না৷’’

তৃণমূল ছাড়তে পারেন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়! বিজেপিতে যোগ দিতে পারেন তিনি! এই জল্পনা শুরু হতেই মমতার মুখে ফের ‘গদ্দাদ’ তত্ত্বে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি৷ শর্ত সাপেক্ষে বিজেপিতে যোগ দিতে পারেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। শনিবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল পুত্র বলেন, ২ বছরের মধ্যে বীজপুরে রেলের কোচ কারখানা চালু হলে তিনি বিজেপিতে যোগ দেবেন।

বিধায়কের আরও দাবি, কারখানা চালু হলে ৩০ শতাংশ কর্ম সংস্থান করতে হবে বীজপুর থেকেই। শুভ্রাংশুর দলে যোগদানের বিষয়ে বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলেই, তিনি জানান বড় চমক অপেক্ষা করছে। এদিন, স্বয়ং শুভ্রাংশুর মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে। সূত্রের খবর, ২৪ এপ্রিল রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। ওই সভাতেই মুকুলপুত্র আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন। ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। কিন্তু দলেই ছিলেন শুভ্রাংশু রায়। জানিয়েছিলেন, দিদির সঙ্গে রয়েছেন। কিন্তু শুভ্রাংশুর সঙ্গে তাল কাটে তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =