নিউইয়র্ক: আন্তর্জাতিক মঞ্চে বারংবার ভারতের কাছে কার্যত অপদস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু আক্রমণের শান কমায়নি তারা। বরং সময় সময়ে তা বেড়েছে। এবার সেই আক্রমণ একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করল তারা। রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে জঙ্গি সংগঠন আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন পাক বিদেশমন্ত্রী। তিনি আবার আর কেউ নন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারি।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হল না! আরও চাপে পিএনবি কেলেঙ্কারির পাণ্ডা
ঠিক কী বলেছেন তিনি? শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়ে বিলাবল বলেন, ওসামা বিন লাদেন নিহত কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু এখানেই থামেননি তিনি। তাঁর আরও মন্তব্য, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত মোদীকে আমেরিকা ঢুকতে দিত না তাঁদের দেশে। এছাড়া আরএসএসের সঙ্গে হিটলারের কুখ্যাত খুনে বাহিনী এসএস গ্রুপের তুলনাও করেন তিনি। বেনজিরের পুত্রের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত সরকার। তাঁদের বক্তব্য, পাকিস্তানের বিদেশমন্ত্রীর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। একই সঙ্গে কারা লাদেনকে আশ্রয় দিয়েছিল, সেই কথাও মনে করায় নয়াদিল্লি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধেছিলেন ইসালামাবাদকে। সকলে মনে করছেন, সেই পরিপ্রেক্ষিতেই এদিন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আক্রমণের সুর চড়িয়েছেন তিনি।