কলকাতা: বারাণসী কেন্দ্রের পাশাপাশি বাংলা থেকেও কী ভোটে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? মুকুল রায়েক দেওয়া সেই প্রস্তাব প্রসঙ্গে এবার সরাসরি দলের মতামত প্রকাশ করলেন অমিত শাহ৷ সোমবার নিউটাউনে সাতসকালে সাংবাদিক বৈঠক ডেকে বাংলায় এনআরসি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি৷
বাংলা থেকে মোদির ভোটে দাঁড়ানোর বঙ্গ বিজেপির প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন অমিত৷ বারাণসী কেন্দ্রের পাশাপাশি বাংলা থেকে মোদি ভোট লড়বেন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মোদির সেনাপতি জানিয়ে দেন, ‘না, এমন ধরেন কোনও পরিকল্পনা নেই৷’
গত শনিবার বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদির সভা শেষে বিজেপি নেতা মুকুল রায় সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমরা আমাদের তরফে মোদিজিকে প্রস্তাব দিয়েছি৷ মোদিজি শুনেছেন৷ হেসেছেন৷ কিন্তু, না বালেননি৷ মোদিজি যেকোনও লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন৷ আমরা তাঁর অপেক্ষায় আছি৷’’
সূত্রের খবর, শাসক তৃণমূলকে চাপে রাখতে বাংলা থেকে ভোটে লড়াইয়ের জন্য মোদিকে প্রস্তাব পাঠানো হয়৷ যদিও আজ সেই প্রস্তাব উড়িয়ে দেন অমিত শাহ৷