কলকাতা: তৃতীয় দফার ভোটের ২৪ ঘণ্টা আগে ৭ পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদ জেলার ৩ আইসিকে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বিরোধীদের অভিযোগ ও নির্বাচনী পর্যবেক্ষকদের সুপারিশ অনুযায়ী এই বদলির সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুকমলকান্তি দাস, রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায়, ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ, বরাবনি থানার অজয় মণ্ডল, অণ্ডাল থানার রাজশেখর মুখোপাধ্যায়, বিজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ, সামশেরগঞ্জ থানার এএসআই বিধান হালদারকে অবিলম্বে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পক্ষপাতের অভিযোগে ভোটের তিন দিন আগে অপসারিত করা হয় মালদহ জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষকে৷ তাঁর পরিবর্তে অজয় প্রসাদকে আনা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷ বারুইপুরের এসপি ছিলেন অজয়বাবু। আগামীকাল সকাল ১০টার মধ্যে তাঁকে দায়িত্ব বুঝে নিতে হবে বলে তাঁকে নির্দেশ দিল কমিশন।
বিরোধীদের অভিযোগ, মালদহ জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ শাসক দলের হয়ে কাজ করছেন৷ এই অভিযোগ তুলে কমিশনের নালিশ জানায় বিরোধীরা৷ এছাড়াও নির্বাচনী আধিকারিকদের সুপারিশের ভিত্তিতে ‘মমতা ঘনিষ্ঠ’ অর্ণবকে সরিয়ে দেওয়া সিদ্ধান্ত৷ ভোটের কোনও কাজে তিনি অংশ নিতে পারবেন না বলে খবর৷
এর আগে প্রথম দফার ভোটের দু’দিন আগেই কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে দেয় কমিশন৷ এসপিকে অপসারণের প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের৷ কমিশনের এই সিদ্ধান্ত ‘পক্ষপাতদুষ্ট’ বলেও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়৷ কমিশনের চিঠি দিয়ে পদ্ধতি মেনে এসপিকে বদলি করা হয়নি বলেও অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে৷