কালপেটা (ওয়ানাড়): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাইলে তিনি রাজি আছেন। বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে রবিবার এমনই মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। প্রিয়াঙ্কা বলেন, ‘আপনারা সবই জানতে পারবেন। যদি কংগ্রেস সভাপতি আমাকে লড়তে বলেন, তাহলে খুশি হয়েই আমি প্রতিদ্বন্দ্বিতা করব।’
গত মাসে স্বয়ং প্রিয়াঙ্কাই নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছিলেন। দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে রায়বেরিলি থেকে প্রার্থী হওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রিয়াঙ্কা পাল্টা তাঁদের প্রশ্ন করেছিলেন, ‘আমার কি বারাণসী থেকে লড়াই করা উচিত নয়?’ প্রিয়াঙ্কাকে ‘চোরের স্ত্রী’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা হাসিমুখেই বলেন, ‘আমার ঠাকুমা, দাদু, বাবা এবং মায়ের সম্পর্কেও ওঁরা এমন অনেক কিছুই বলেন। ওঁরা এ সব বলতেই থাকবেন। আর আমরা আমাদের কাজ করে যাব।’