হায়দরাবাদ: করোনার দ্বিতীয় ঢেউয়ে রক্ষা নেই জীবজন্তুদেরও। সিংহের কোভিড সংক্রমণের খবর মিলল ভারতেই। জানা গিয়েছে, হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের আটটি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত। সিহংগুলোর অরোফ্যারিনজিয়াল সোয়াব বা লালারসের নমুনা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে (সিসিএমবি) পরীক্ষার জন্য পাঠানো হলে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে চিড়িয়াখানা সূত্রে খবর।
চিড়িয়াখানার আধিকারিক ডঃ সিদ্ধানন্দ কুকৃতী জানিয়েছেন, ‘সিংহগুলোর মধ্যে কোভিড লক্ষণ দেখা গেলেও এখনও সিসিএমবি থেকে সিংহগুলোর লিখিত আরটি-পিসিআর রিপোর্ট হাতে আসেনি ৷ আর তা এলেও ঘোষণা করা অনুচিত৷ সিংহগুলো ভালোই রয়েছে৷’ ওয়াইল্ড লাইফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (ডব্লিউআরটিসি) ডিরেক্টর শিরিষ উপাধ্যায় জানিয়েছেন, এর আগে নিউ ইয়র্কের ব্রংস চিড়িয়াখানার আটটি বাঘ ও সিংহের শরীরে এই ভাইরাসের সংক্রমণ মেলে৷ হংকংয়েও করোনা সংক্রামিত কুকুর, বিড়ালরা৷ তবে ভারতে এই ঘটনা প্রথম৷
কী ভাবে বোঝা গেল, ওই আটটি সিংহ করোনা আক্রান্ত? জানা গিয়েছে, আক্রান্ত সিংহদের খিদে চলে যাওয়া, কাশি, নাক দিয়ে জল পড়া দেখেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়৷ তাতেই জানা যায় সংক্রমণের কথা৷ জানা গিয়েছে, চিড়িয়াখানার ১২টি সিংহের মধ্যে ৪টি স্ত্রী এবং ৪টি পুরুষ সিংহ করোনা আক্রান্ত৷ সবক’টি সিংহেরই বয়স দশ বছরের মধ্যে৷ সিসিএমবি-র বিজ্ঞানীরা জিনোম সিকোয়েন্সিং করে দেখবে ভাইরাসের কোন স্ট্রেনে আক্রান্ত ওই আটটি সিংহ৷ জীবজন্তুর শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলায় স্বভাবতই চিন্তায় পড়েছে সর্বভারতীয় চিড়িখানা কর্তৃপক্ষ৷ তাদের তরফে তামাম ভারতের সমস্ত চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ আপাতত দু’দিনের জন্য বন্ধ হায়দরাবাদের চিড়িয়াখানা৷ সেখানে সম্প্রতি ২৫ জন কর্মীরও করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে৷ মানুষের থেকেই সিংহগুলো করোনা আক্রান্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরও ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা, অভয়ারণ্য, পাখিরালয়, ব্র্যাঘ্র প্রকল্প বন্ধ রাখার কথা ঘোষণা করেছে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব বন্ধই থাকবে৷