কোভিডে মৃত ডন ছোটা রাজন? খবর নিয়ে ধোঁয়াশা

কোভিডে মৃত ডন ছোটা রাজন? খবর নিয়ে ধোঁয়াশা

a8167f3edf842e6c4035ce4f27e63ae4

নয়াদিল্লি: গত মাসে দিল্লির এইমসে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন কুখ্যাত ডন ছোটা রাজন। আজ সকালে তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। যদিও ছোটা রাজনের মৃত্যু সংবাদ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কারণ এই খবর প্রকাশে আসার আধ ঘণ্টার মধ্যেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়, খবরটি আদতে ভুল। একইভাবে মৃত্যুর সংবাদ অস্বীকার করে দিল্লির এইমস কর্তৃপক্ষ। তাই এই নিয়ে এখন জল্পনা তীব্র।

গতকাল রাতের পর থেকেই খবর রটে যায় যে কুখ্যাত ডন ছোটা রাজন করানো ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার একাধিক অঙ্গ কাজ করছিল না বলে জানা গিয়েছিল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। সেই প্রেক্ষিতেই জানা যায় তার মৃত্যু ঘটেছে। কিন্তু এখন দিল্লি পুলিশ এবং এমস কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই খবর আদৌ সত্যি নয়। তবে কুখ্যাত ডন এখন কেমন আছেন সেই খবর জানা যায়নি এখনো। ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয় রাজনকে।’ডি-কোম্পানি’র হিট লিস্টে ছিলেন রাজন।একাধিকবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ তথা অন্যতম সেনাপতি ছোটা শকিল। ইন্দোনেশিয়ায় গ্রেফতার হওয়ার পর থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছোটা রাজন। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর গত ২৬ এপ্রিল জানায় তিহাড় জেল কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *