গম্ভীরের বিরুদ্ধে ভোটের ময়দানে নামছেন বক্সার বিজেন্দ্র সিং

নয়াদিল্লি: পূর্ব দিল্লিতে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রার্থী করেছে বিজেপি। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জপদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং হলেন দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রমেশ বিদুরী ও আপের রাঘব চাধা। কংগ্রেসের আশা, দক্ষিণ দিল্লি কেন্দ্রে জাঠ, গুজ্জর ভোটারদের প্রাধান্য এগিয়ে রাখবে বিজেন্দ্রকে। এরইসঙ্গে কংগ্রেস দিল্লির জন্য তাদের বাকি ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

গম্ভীরের বিরুদ্ধে ভোটের ময়দানে নামছেন বক্সার বিজেন্দ্র সিং

নয়াদিল্লি: পূর্ব দিল্লিতে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রার্থী করেছে বিজেপি। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জপদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং হলেন দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী।

তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রমেশ বিদুরী ও আপের রাঘব চাধা। কংগ্রেসের আশা, দক্ষিণ দিল্লি কেন্দ্রে জাঠ, গুজ্জর ভোটারদের প্রাধান্য এগিয়ে রাখবে বিজেন্দ্রকে। এরইসঙ্গে কংগ্রেস দিল্লির জন্য তাদের বাকি ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, প্রবীণ নেতা অজয় মাকেনরা রয়েছেন সেই তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =