তৃতীয় দফার ভোটেও ইভিএম বিকল, ষড়যন্ত্র দেখে বিরোধী শিবির

নয়াদিল্লি: তৃতীয় দফার ভোটেও ইভিএম নিয়ে বিস্তর অভিযোগ৷ মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর কেরল, উত্তরপ্রদেশ, বিহার এবং গোয়া থেকে ইভিএম নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে৷ কোথাও কোথাও ইভিএমের গোলমালে ভোট শুরু হতে দেরি হয়। এমনকী, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকেও অপেক্ষা করতে হয়েছে। কেরলে তিরুবনন্তপুরমে ভোটাররা অভিযোগ করেন, কংগ্রেসের বোতাম টিপলে তা চলে যাচ্ছে বিজেপিতে। নির্বাচন

তৃতীয় দফার ভোটেও ইভিএম বিকল, ষড়যন্ত্র দেখে বিরোধী শিবির

নয়াদিল্লি: তৃতীয় দফার ভোটেও ইভিএম নিয়ে বিস্তর অভিযোগ৷ মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর কেরল, উত্তরপ্রদেশ, বিহার এবং গোয়া থেকে ইভিএম নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে৷ কোথাও কোথাও ইভিএমের গোলমালে ভোট শুরু হতে দেরি হয়।

এমনকী, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকেও অপেক্ষা করতে হয়েছে। কেরলে তিরুবনন্তপুরমে ভোটাররা অভিযোগ করেন, কংগ্রেসের বোতাম টিপলে তা চলে যাচ্ছে বিজেপিতে। নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট অভিযোগও করা হয়েছে। ইভিএমের গোলমালের অভিযোগে ওয়ানাদে নতুন করে ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস।

সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেছেন, ইভিএম বিজেপির পক্ষে ভোট করাচ্ছে। সাড়ে ৩০০ ইভিএম খারাপ। কর্তৃপক্ষ বলছে, কর্মীরা প্রশিক্ষিত নন। যে ভোটের পিছনে ৫০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে এই অপরাধ অমার্জনীয়। দক্ষিণ গোয়াতেও একই অভিযোগ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =