কলকাতা: মুর্শিদাবাদের কান্দি ও নওদায় উপনির্বাচনের দিন বদল করল নির্বাচন কমিশন। ১৯ মে-র বদলে ২০ মে ওই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ২৯ এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন মনোনয়ন জমার শেষ দিন ছিল।
ওই দিনই আবার বহরমপুরে ভোট। তার জেরে সমস্যা হতে পারে, তাই দিন বদল করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই দুই কেন্দ্র বাদে দার্জিলিং, ইসলামপুর, হবিবপুর ও ভাটপাড়ায় অবশ্য ১৯ মে-ই ভোট হবে।
এর আগে গত শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বাংলার ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়৷ ইসলামপুর, নওদা, হবিবপুর (এসটি), কান্দি ও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে কোনও বিধায়ক নেই। সেই আসনগুলিতে আগামী ১৯ মে বিধানসভার উপ-নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের তরফে আগে জানানো হয়৷
শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছে, আগামী ১৯ মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। আগামী ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২ মে। ভোটের গণনা হবে ২৩ মে।