কলকাতা: তৃতীয় দফার ভোটে গোড়ার দিকে ইভিএম গোলমালের কারণে কোথাও কোথাও ভোটের হার ছিল কম। তবে বেলা বাড়তেই ভোট পড়ছে ভালোই। দুপুর পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। বেলা দেড়টায় রাজ্যে ভোট পড়েছে ৫২.৪০%।
Estimated voter turnout till now for the 3rd phase of the #LokSabhaElections2019 is 37.89%. Voting for 116 parliamentary constituencies across 13 states and 2 union territories is being held today. pic.twitter.com/VL12zJSs3C
— ANI (@ANI) April 23, 2019
মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ৪৬.৬১%, বিহারে ৩৭.০৫%, গোয়ায় ৪৫.৭৮%, গুজরাত ৩৯.৩৪%, জম্মু কাশ্মীরে ৯.৬৩%, কর্নাটকে ৩৬.৭৪%, কেরলে ৩৯.৮৯%, মহারাষ্ট্রে ৩১.৯৯%, ওডিশায় ৩২.৮২%, ত্রিপুরায় ৪৪.৬৬%, উত্তরপ্রদেশে ২৯.৭৬%, ছত্তিশগড়ে ৪২.৯৭%, দাদরা ও নগর হাভেলিতে ৩৭.২০% এবং দমন ও দিউয়ে ৪২.৯৯%৷