করোনা থেকে রেহাই দেবে গোমূত্র! আজব দাওয়াইয়ে বিতর্কে BJP বিধায়ক

করোনা থেকে রেহাই দেবে গোমূত্র! আজব দাওয়াইয়ে বিতর্কে BJP বিধায়ক

লখনউ: গোমূত্র পান করলেই করোনার কবল থেকে মিলবে রেহাই৷ আজব দাওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷ তাঁর মন্তব্যে নিন্দায় সরব চিকিৎসক মহল৷ বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে, এটা ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়াল বঙ্গ বিজেপি৷ 

আরও পড়ুন- দু’লক্ষের ওপর নগদ লেনদেন, কোভিডে ছাড় কেন্দ্রের

উত্তরপ্রদেশের বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর বক্তব্য, ‘‘আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে শুধুমাত্র  গোধন, গোমূত্র সেবন করলেই করোনা অতিমারিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে৷’’ এর পরেই বোতল থেকে কয়েক ঢাকনা গোমূত্র নিয়ে এক গ্লাস জলে ঢেলে নেন তিনি৷ ঢক ঢক করে তা খেয়েও নেন৷ যেন অমৃত পান করছেন৷ এক নিমেষে খালি গোটা গ্লাস৷ এর পরেই তাঁর বিতর্কিত দাবি, আমার পূর্ণ বিশ্বাস গোমূত্র করোনার হাত থেকে রেহাই দেবে৷ শুধু তাই নয়, সুরেন্দ্র সিং-এর আরও দাবি, গোমূত্র পান করলে করোনার চেয়ে গুরুতর মহামারীর হাত থেকেও রক্ষা পাওয়া যেতে পারে৷ 

তাঁর দাবি, গত ২৫ বছর ধরে খালি পেটে গোমূত্র খেয়ে আসছেন তিনি৷ কী ভাবে গোমূত্র খেতে হতে সেই পথও বাতলে দিয়েছেন সুরেন্দ্র৷ জানালেন, ৫০ মিলিলিটার গোমূত্রের সঙ্গে ১০০ গ্রাম জল মিশিয়ে নিতে হবে৷ এর পর সকালে খালি পেটে তা খাওয়া অভ্যাস করতে হবে৷ তিনি বলেন, আমার গোমূত্রের উপর পুরো বিশ্বাস আছে৷ ভগবানের শপথ নিয়ে বলছি, জীবনে শুধু করোনা নয়, করোনার চেয়েও বড় মহামারী এলে কোনও প্রভাব পড়বে না৷ 

দেশে বেলাগাম করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন বারবার মাস্ক পরার কথা বলছেন৷ টিকাকরণের উপর জোড় দিচ্ছেন, তখন তাঁর দলের বিধায়কের মুখে এহেন দাবি৷ যা শোনার পর শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে৷ যদিও তাঁর দাবি একেবারেই মানতে নারাজ চিকিৎসকরা৷ তাঁরা বলছেন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীতে আমরা বলতে পারি, করোনা সরাতে কোনও প্রাণীর মূত্র কোনও কাজ করে না৷ এই সহজ, সরল কথাটা মেনে নিতে হবে৷ চিকিৎসা বিজ্ঞানের উপর ভরসা রাখুন৷ 

আরও পড়ুন- দিল্লির রেস্তোরাঁ থেকে উদ্ধার বিপুল অক্সিজেন কনসেন্ট্রেটর

উল্লেখ্য, গতবছর একই রকম দাবি করে সমালোচনার মুখে পড়েছিলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া৷ বলেছিলেন, আমার মনে হয় করোনা ভাইরাসের সংক্রমণ সরাতে গোবর এবং গোমূত্র ব্যবহার করা যেতে পারে৷ এদিকে দেশে মোট আক্রান্ত ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৫৭৷ একদিনে করোনা মুক্ত ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন৷ দেশে অ্যাকটিভ রোগী ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =