গভীর অরণ্যে ভোটের আয়োজন, ভোট দিলেন মাত্র ১জন ভোটার

গির (গুজরাত): প্রত্যেক নাগরিকই যাতে ভোট দেন, তার জন্য প্রথম থেকেই উৎসাহ দিচ্ছে নির্বাচন কমিশন। সেলিব্রিটিরাও ভোট দেওয়ার আবেদন করছেন। একজনও যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, তার জন্য চেষ্টার কসুর রাখছে না কমিশন। Gujarat:A polling booth in Gir Forest has been set up for 1 voter in Junagadh.Voter Bharatdas Bapu says,“Govt spends money

565eccd5c265eca9b1333be3788e2e58

গভীর অরণ্যে ভোটের আয়োজন, ভোট দিলেন মাত্র ১জন ভোটার

গির (গুজরাত): প্রত্যেক নাগরিকই যাতে ভোট দেন, তার জন্য প্রথম থেকেই উৎসাহ দিচ্ছে নির্বাচন কমিশন। সেলিব্রিটিরাও ভোট দেওয়ার আবেদন করছেন। একজনও যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, তার জন্য চেষ্টার কসুর রাখছে না কমিশন।

এমনকী, কোনও বুথে মাত্র একজন ভোটার থাকলেও, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিচ্ছে তারা। যেমন গির অরণ্যের বানেজের একমাত্র ভোটার মহন্ত ভারতদাস বাপু মঙ্গলবার ভোট দিলেন। প্রথম দফায় অরুণাচল প্রদেশে একমাত্র ভোটারের জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল কমিশন। ৪৩০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে মালোগাঁও এলাকায় সোকেলা তাওয়াংয়ের ভোট নিয়েছিল কমিশন। আর এবার ভোট নেওয়া হল গির অরণ্যের ৭০ কিমোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *