‘এই নিয়ে তিন বার নির্বাচনী আচরণবিধি ভাঙলেন মোদি’

নয়াদিল্লি: একবার নয়, তিনবার। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন নরেন্দ্র মোদি। বুথে ভোট দিয়ে বেরিয়েই রোড শো করেছেন। এমনই অভিযোগ সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভোট প্রচারে নিষেধাজ্ঞার দাবি করল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে আজ কংগ্রেস এমপি অভিষেক মনু সিংভির নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল দেখা করে। ‘প্রধানমন্ত্রীকে নিলর্জ্জ’ বলেও মন্তব্য করলেন

dc95be924e124b3e06bf34013e943113

‘এই নিয়ে তিন বার নির্বাচনী আচরণবিধি ভাঙলেন মোদি’

নয়াদিল্লি: একবার নয়, তিনবার। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন নরেন্দ্র মোদি। বুথে ভোট দিয়ে বেরিয়েই রোড শো করেছেন। এমনই অভিযোগ সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভোট প্রচারে নিষেধাজ্ঞার দাবি করল কংগ্রেস।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে আজ কংগ্রেস এমপি অভিষেক মনু সিংভির নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল দেখা করে। ‘প্রধানমন্ত্রীকে নিলর্জ্জ’ বলেও মন্তব্য করলেন সিংভি। তিনি বলেন, কেবল আজ দেখা করাই নয়। ২০১৪ সালের লোকসভা এবং ২০১৭র গুজরাত বিধানসভা ভোটের অভিজ্ঞতা সামনে রেখে গতকালই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম আমরা। আজ সেটিই ঘটেছে। আমেদাবাদের বুথে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী আঙুলে কালির দাগ দেখিয়ে বেশ কিছুটা পথ হেঁটে গাড়িতে উঠছেন বলে মিডিয়া ফুটেজে দেখা গিয়েছে। ভোট দিয়ে বেরিয়ে মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই রাস্তায়, বাড়ির বারান্দা, জানলা, ছাদে দাঁড়ানো লোককে ‘মোদি মোদি’ স্লোগান দিতেও শোনা গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *