বোলপুর: ছবি, দেখলে মনে হতেই পারে, বিহার! কিন্তু, না৷ খোদ বাংলার বুকে অস্ত্র উঁচিয়ে রাজনৈতিক দলের বাইক মিছিল৷ তাও আবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’কে তোয়াক্কা না করেই! অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে চলল বাইক মাহিনীর মিছিল৷ প্রার্থীকে জেতাতে শাসকদলের নয়া কৈশল ঘিরে তুঙ্গে রাজনৈকিক বিতর্ক৷
অভিযোগ, তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়৷ সাঁইথিয়া পঞ্চায়েত এলাকায় শ’দুয়েক তৃণমূল কর্মী সমর্থক হেলমেট ছাড়াই বাইক মিছিলে অংশ নেন৷ বাইক মিছিল শুরু হতেই অস্ত্র উঁচিয়ে বাইকে সওয়ার হতে দেখা যায় নীল শার্ট পড়া এক ব্যক্তিকে৷ বাইকের সামনে তৃণমূলের পতাকা লাগানো৷ পেছনে বসে এক ব্যক্তির হাতে দেশিয় পিস্তল৷ সিনেমার নায়কের কায়দায় অস্ত্র হাতে পোজ৷ সঙ্গে বিজয় উল্লাস৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে উত্তেজনা৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়৷
তবে, অস্ত্র হাতে মিছিল করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদেক দাবি, শান্তিপূর্ণ সাঁইথিয়ায় এই ধরনের কোনও ঘটনায় ঘটতে পারে না৷ বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতেই অস্ত্র হাতে মিছিল করেছে তৃণমূল৷