ভোটের বাজারে মমতার ‘বাঘিনী’ প্রদর্শনে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

কলকাতা: মোদির পর এবার মমতা! ওয়েবসাইট থেকে মমতার জীবন কাহিনী নিয়ে তৈরি ‘বাঘিনী’র ট্রেলার সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের৷ সমস্ত ওয়েবসাইট থেকে ‘বাঘিনী’ ছবির ট্রেলার সরিয়ে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের৷ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ এক প্রশ্নের উত্তরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কেন্দ্রিক সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম।

ভোটের বাজারে মমতার ‘বাঘিনী’ প্রদর্শনে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

কলকাতা: মোদির পর এবার মমতা! ওয়েবসাইট থেকে মমতার জীবন কাহিনী নিয়ে তৈরি ‘বাঘিনী’র ট্রেলার সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের৷

সমস্ত ওয়েবসাইট থেকে ‘বাঘিনী’ ছবির ট্রেলার সরিয়ে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের৷ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ এক প্রশ্নের উত্তরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কেন্দ্রিক সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম।

সেই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত হয়েছে, ছবির ট্রেলার দেখানো চলবে না। তিনটি ওয়েবসাইটে ট্রেলার চলছে বলে রিপোর্ট দিয়েছেন রাজ্যের সিইও। সেইসব সাইট থেকে ট্রেলার সরিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্যোগ নিতে বলা হয়েছে। আর ছবিটির মুক্তি? সুদীপ জৈন বলেন, ছবিটি এখনও সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি। তাই মুক্তি পাবে কী করে?

ভোটের মুখে মমতার জীবন নিয়ে তৈরি সিনেমার মুক্তি রুখতে নির্বাচন কমিশনে নালিশ জানায় সিপিএম নেতৃত্ব৷ শুধু ছবি মুক্তিই নয়, মুখ্যমন্ত্রীর বায়োপিকের ট্রেলারের প্রদর্শন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলেও অভিযোগ তুলেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

তবে, ‘বাঘিনী’ নামাঙ্কিত ছবিটি মুখ্যমন্ত্রীর বায়োপিক বলতে নারাজ নির্মাতারা৷ এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছেন তাঁরা৷ ছবিটি পরিচালক নেহাল দত্ত৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাঘিনী’র ট্রেলার৷ আর তাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =