‘বিত্তশালী’ গৌতম গম্ভীর, সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: খেলার মাঠকে বিদায় জানিয়ে রাজনীতির অভিষেক ম্যাচে নেমেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিজেপির টিকিটে দিল্লি দখলের লড়াইয়ে নেমেছেন৷ উত্তর দিল্লি আসন থেকে ভোট লড়াইয়ে জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার৷ প্রার্থী হওয়ার লড়াইয়ে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন গৌতম৷ কিন্তু, বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ জানলে বিব্রত

4c2feeff3757896bde45062db618adfa

‘বিত্তশালী’ গৌতম গম্ভীর, সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: খেলার মাঠকে বিদায় জানিয়ে রাজনীতির অভিষেক ম্যাচে নেমেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিজেপির টিকিটে দিল্লি দখলের লড়াইয়ে নেমেছেন৷ উত্তর দিল্লি আসন থেকে ভোট লড়াইয়ে জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার৷ প্রার্থী হওয়ার লড়াইয়ে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন গৌতম৷ কিন্তু, বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ জানলে বিব্রত হবেন আপনিও৷

নির্বাচন কমিশনে গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির রয়েছে কমপক্ষে ১৪৭ কোটি টাকার৷ গত অর্থবর্ষে তিনি ১২ কোটি ৪০ লাখ টাকা আয়কর জমা করিয়েছেন৷ আর তাঁর স্ত্রী নাতাশাও ৬ লাখ ১৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন৷ গৌতির সম্পত্তির নিরিখে দিল্লির আর কোনও ভোট প্রার্থীই তাঁর ধারেকাছে নেই। দিল্লির বিজেপি সভাপতি তথা সাসংদ মনোজ তিওয়ারি কিংবা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতই হন, তাঁরা প্রত্যেকেই সম্পত্তির নিরিখে গৌতির থেকে শতযোজন দূরে। বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি ২৪ কোটি টাকার মালিক৷ শীলা দীক্ষিত সর্বমোট ৪ কোটি ৯২ লাখ টাকার মালিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *