অনুব্রত’র গড়ে কেমন থাকবে ভোটের নিরাপত্তা? সাফ জানাল কমিশন

বোলপুর: হাতে মাত্র চারটি দিন৷ দুয়ারে কড়া নাড়ছে চতুর্থ দফার নির্বাচন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আজ, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বীরভূমের সিউড়িতে প্রশাসনিক বৈঠক করেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিশেষ পর্যবেক্ষক সাফ জানিয়ে দেন, বীরভূমেও নির্বাচনে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ ১০০ শতাংশ বুথেই রাখা হবে

85225d8bd0d080d3d65976ca1cb749f2

অনুব্রত’র গড়ে কেমন থাকবে ভোটের নিরাপত্তা? সাফ জানাল কমিশন

বোলপুর: হাতে মাত্র চারটি দিন৷ দুয়ারে কড়া নাড়ছে চতুর্থ দফার নির্বাচন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আজ, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বীরভূমের সিউড়িতে প্রশাসনিক বৈঠক করেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিশেষ পর্যবেক্ষক সাফ জানিয়ে দেন, বীরভূমেও নির্বাচনে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ ১০০ শতাংশ বুথেই রাখা হবে কেন্দ্রীয় বাহিনী৷

প্রশাসনিক বৈঠকের পর অজয় নায়েক বলেন, ‘‘বিরোধী দলের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের দিন কারচুপি হতে পারে৷ রাজনীতিক দলের আর্জি ও প্রশাসনিক রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জেলায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করা হবে৷’’

দফা যত বেড়েছে, কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বেড়েছে রাজ্যে। প্রথম দফায় ৮৩ কোম্পানি, দ্বিতীয় দফায় ২০০ বাহিনী, তৃতীয় দফায় ৩২৪ কোম্পানি আধাসেনা মোতায়েন ছিল। তৃতীয় দফায় ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। চতুর্থ দফায় তা বেড়ে দাঁড়াতে পারে ৯৮ শতাংশে৷ পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনায় এই জেলা ছিল রাজ্যের মধ্যে অন্যতম৷ সেই কাথা মাথায় রেখেই এবার ১০০ শতাংশ বুথে বাহিনীর সিদ্ধান্ত কমিশনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *