নয়াদিল্লি: দেশে বেলাগাম করোনা সংক্রমণ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত দিশেহারা গোটা দেশে৷ এই সঙ্কটজনক পরিস্থিতির জন্য সরকার, প্রশাসন ও জনগণের আত্মতুষ্টিকেই দায়ী করলেন রাষ্ট্রীয় স্বয়ংস্বক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত৷
আরও পড়ুন- করোনাকে হারিয়ে মৃত্যুঞ্জয়ী সদ্যোজাত কন্যা, অলৌকিক আজও ঘটে
পজিটিভিটি আনলিমিটেড লেকচার সিরিজে মোহন ভগবত বলেন, ‘‘করোনার প্রথম ঢেউয়ের পর সরকার-প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে অবহেলার মনোভাব দেখা গিয়েছিল৷ সেই কারণেই আজ এই পরিস্থিতির সম্মুখীন আমরা৷’’ তিনি আরও বলেন, প্রথম ধাক্কা কিছুটা সামলে উঠতেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কথা উপেক্ষা করা হয়েছে৷ আর এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে৷ তাঁর কথায়, এই সঙ্কটের মুহূর্তে আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে এবং একটি টিম হয়ে কাজ করতে হবে৷ এর জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে৷ ভগবতের কথায়, মানবতার সামনে কোভিড প্যান্ডেমিক একটি চ্যালেঞ্জ৷ ভারতকে উদাহরণ হয়ে উঠতে হবে৷ পাশাপাশি অযৌক্তিক বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আর্জিও জানিয়েছেন সঙ্ঘ প্রধান৷
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের৷ গতকাল মৃত্যু হয়েছিল ৪ হাজার রোগীর৷ গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও কিছুটা বেড়েছে৷ ফলে কিছুটা হলেও আশা জাগিয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা৷
আরও পড়ুন- করোনায় অনাথদের দায়িত্ব নেবে সরকার, মানবিক ঘোষণা কেজরির
এদিকে এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বার্তা, দেশের এই কঠিন লড়াইয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কেন্দ্র। ভারত এই লড়াইয়ে জিতবে। ইতিমধ্যেই অক্সিজেন সংকট মোকাবিলায় বাইরে থেকে অক্সিজেন আমদানি করছে সরকার। রাজ্যগুলিতেও অক্সিজেন তৈরির কারখানা তৈরি করা হচ্ছে৷