লখনউ: অবেশেষে বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস৷ দলে প্রিয়াঙ্কার গুরুত্ব আরও বাড়িয়ে মোদীর বিরুদ্ধে অজয় রাইকে প্রার্থী ঘোষমা কংগ্রেসের৷ কিন্তু, মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে না দাঁড় করিয়ে অনামী প্রার্থী দেওয়ার ঘটনায় কর্মী মহলে ইতিমধ্যেই ক্ষোভ সৃষ্টি হয়েছে৷
কেননা, বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন পূর্ব উত্তরপ্রদেশের সাংগঠনিক ভার নেওয়া সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা৷ কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে প্রার্থী ঘোষণা কংগ্রেসের৷ সম্প্রতি, বারাণসীতে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মন্তব্যেই জল্পনার সূত্রপাত হয়৷
পরেও তিনি বলেছিলেন, রাহুল গান্ধী অনুমতি দিলে তিনি বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন৷ গত সপ্তাহে কংগ্রেস সভাপতিকে বোনকে মোদির বিরুদ্ধে টিকিট দিচ্ছেন কিনা, জানতে চাওয়া হলে তিনিও বলেন, আপনাদের সাসপেন্সে রাখছি। সাসপেন্স সবসময় খারাপ নয়। আজ সব জল্পনার অবসান হল।