কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যে এখনও পর্যন্ত তিন দফা ভোটগ্রহণ হয়েছে। আর তাতে তৃণমূলের ঝুলি ফাঁকা। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি জানান, এই ১০টি আসনে তৃণমূল খাতা খুলতে পারেনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন নির্বাচনের এই তিন দফায় সব আসনই পাচ্ছে তাঁদের দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বক্তব্য, কর্মীদের মনোবল বাড়ানোর জন্য ওই সব কথা বলছেন তৃণমূল নেতৃত্ব। এদিনও তিনি দাবি করেন, বাংলায় কমপক্ষে ২৩টি আসন পাবে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেন, ভোটারদের ভয় দেখাতে অস্ত্র নিয়ে প্রচার করছে তৃণমূল। ভয় কাটিয়ে ভোট দিতে আহ্বান জানান দিলীপ ঘোষ।