কংগ্রেসকে ভোট দেওয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড ‘তৃণমূলী’ স্বামীর!

মুর্শিদাবাদ: কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে বচসার জের৷ স্ত্রীর মুখে অ্যাসিড ঢাললেন সদ্য জেল ফেরত তৃণমূল সমর্থক স্বামী। সঙ্গে ছিলেন দেওর ও শ্বশুর। অভিযোগ, আক্রান্ত মহিলার ছেলের৷ অভিযোগ অস্বীকার পরিবারের বাকি সদস্যদের৷ পারিবারিক ঝগড়ার কারণে আত্মহত্যা করতে গেছিলেন মহিলা, পাল্টা দাবি স্বামীর পরিবারের৷ বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মহিলা৷ অহেতু পরিবারিক বিবাবাদকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে

কংগ্রেসকে ভোট দেওয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড ‘তৃণমূলী’ স্বামীর!

মুর্শিদাবাদ: কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে বচসার জের৷ স্ত্রীর মুখে অ্যাসিড ঢাললেন সদ্য জেল ফেরত তৃণমূল সমর্থক স্বামী। সঙ্গে ছিলেন দেওর ও শ্বশুর।

অভিযোগ, আক্রান্ত মহিলার ছেলের৷ অভিযোগ অস্বীকার পরিবারের বাকি সদস্যদের৷ পারিবারিক ঝগড়ার কারণে আত্মহত্যা করতে গেছিলেন মহিলা, পাল্টা দাবি স্বামীর পরিবারের৷ বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মহিলা৷ অহেতু পরিবারিক বিবাবাদকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে বলে অভিযোগ শাসকদলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =