কলকাতা: লোকসভা ভোট পর্ব চলাকালীন রাজ্যে হিসেব বহির্ভূত নগদ টাকা আটকের পরিমাণ বাড়ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩৪ কোটি ১৯ লক্ষ টাকা আটক করা হয়েছে।
ভোটের সময় হিসেব বহির্ভূত টাকা আটক করা নিয়েই মূলত গত সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকের সময় পর্যন্ত আটক টাকার পরিমাণ ছিল ২৯ কোটি টাকার কিছু বেশি। দুদিনের মধ্যে আরও প্রায় চার কোটি টাকা আটক হয়েছে।
গত সোমবারের বৈঠকে আয়কর, ইডি, রেল ও বিমানবন্দর কর্তৃপক্ষ, রাজ্য পুলিস সহ বিভিন্ন সরকারি এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, দক্ষিণবঙ্গে ভোট গ্রহণ পর্ব এবার শুরু হচ্ছে। তাই এই এলাকায় নজরদারি আরও বাড়াতে হবে। অতীতে রাজ্যে কোনও নির্বাচনের সময় এত বেশি পরিমাণ টাকা আটক হয়নি। টাকার পাশপাশি বেআইনি মদও আটক করা হচ্ছে। আটক মদের পরিমাণ প্রায় ১৩ লক্ষ লিটার।