সিউড়ি: বাংলাই গেরুয়া শিবিরের ‘পোস্টার বয়’ নরেন্দ্র মোদির সবচেয়ে বড় বিপদ। আর সেই কারণেই বারবার বাংলায় এসে তিনি গালাগাল দিয়ে যাচ্ছেন। গেরুয়া শিবিরের ভোটের মুখ নরেন্দ্র মোদি কেন ঘন ঘন বাংলায় আসছেন, তার কারণ ব্যাখ্যায় নিজের এই উপলব্ধির কথাই নির্বাচনী সভায় দর্শক-শ্রোতাদের সঙ্গে বৃহস্পতিবার ভাগ করে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বীরভূম ও বোলপুর লোকসভা আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে সিউড়িতে সভা করেন মমতা। তারপর দুর্গাপুরে আরও একটি নির্বাচনী সভায় অংশ নিয়ে সেখানেই পদযাত্রা করেন। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে যেভাবে সাধারণ মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানিয়েছে, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক মহল বলছে, দেশের এক অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এবার নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভেবে নিয়েছেন নরেন্দ্র মোদি। আর সে কারণেই নির্বাচনী সভা হোক কিংবা সাক্ষাৎকার, প্রতিটি ক্ষেত্রেই তাঁর মুখে বারবার শোনা যাচ্ছে মমতার নাম। নির্বাচনী পর্বে এ রাজ্যে জনসভার সংখ্যাও বাড়িয়ে চলেছেন মোদি। কিন্তু কেন? এর ব্যাখ্যা এদিন দিয়েছেন মমতা নিজেই। বলেন, রোজ একবার করে বাংলায় আসছেন। কারণ, উনি জানেন, বাংলাই সবচেয়ে বড় থ্রেট, বিপদ। ও (মোদি) জানে, পারলে এই মেয়েটাই হটাতে পারে। তাই বারবার এসে আমাকে গালাগাল করছে। এরপরই শরীরী ভাষা পাল্টে মমতার হুঙ্কার, যত গালাগাল দেবে, তত ভোট পাব। যত আসবে, তত ভোট বাড়বে। সবাই চুপ করে আছে, আমি চুপ করব না নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হারাতঙ্ক আর ভয়াতঙ্কে ভুগছেন। একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যতদিন বেঁচে আছি, নরেন্দ্র মোদি আর বিজেপিকে ক্ষমা করব না। এক ইঞ্চিও জমি ছাড়ব না। এটা আমার জেদ, লড়াই করার অঙ্গীকার।