বিজেপি’র বিজ্ঞাপনে শিশুদের ব্যবহার, তলব নির্বাচন কমিশনকে

কলকাতা: বিজেপি’র প্রচার বিজ্ঞাপনে শিশুদের ব্যবহারের ঘটনায় তিনদিনের মধ্যে রিপোর্ট না দিলে এবার নির্বাচন কমিশনকে সমন পাঠাবে রাজ্য শিশু কমিশন। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, এই চিঠি পাঠানোর তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা না দিলে শিশু কমিশনের ক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশনকে তলব করা হবে। বলা যেতে পারে, একেবারে

বিজেপি’র বিজ্ঞাপনে শিশুদের ব্যবহার, তলব নির্বাচন কমিশনকে

কলকাতা: বিজেপি’র প্রচার বিজ্ঞাপনে শিশুদের ব্যবহারের ঘটনায় তিনদিনের মধ্যে রিপোর্ট না দিলে এবার নির্বাচন কমিশনকে সমন পাঠাবে রাজ্য শিশু কমিশন। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা।

তাতে বলা হয়েছে, এই চিঠি পাঠানোর তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা না দিলে শিশু কমিশনের ক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশনকে তলব করা হবে। বলা যেতে পারে, একেবারে সংঘাতের মুখে এসে ঠেকেছে এই দুই কমিশন।

শিশু কমিশন সূত্রে খবর, গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ওই বিজ্ঞাপনে শিশুদের ব্যবহার করার কথা জানানো হয়েছিল। অভিযোগ ছিল, যেভাবে শিশুদের মুখে নানা প্রকল্পের কথা বসিয়ে দেওয়া হয়েছে, তা শিশু অধিকার লঙ্ঘনের সমান। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করা হয়। তখন এই সংক্রান্ত বিষয়ে শিশু কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়। কিন্তু তা না দেওয়ায় ১৮ এপ্রিল ফের মনে করিয়ে দিয়ে চিঠি দিয়েছিল শিশু কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =