বাংলায় বোমা-বন্দুকের সামনে লড়াই করছেন বিজেপি কর্মীরা: মোদি

লখনউ: বারাণসীতে দাঁড়িয়ে বাংলার সন্ত্রাসের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার সকালে বারাণসীতে দলীয় সভা থেকে মোদি জানান, বাংলায় বোমা-বন্দুকের সামনে লড়ছেন বিজেপি কর্মীরা৷ এদিন সভা থেকে বেরিয়ে বারাণসীতে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএ জোটের তাবড় নেতারা৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার পরে নিজের

96df3858e5bfc7c305db44968ed7e409

বাংলায় বোমা-বন্দুকের সামনে লড়াই করছেন বিজেপি কর্মীরা: মোদি

লখনউ: বারাণসীতে দাঁড়িয়ে বাংলার সন্ত্রাসের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার সকালে বারাণসীতে দলীয় সভা থেকে মোদি জানান, বাংলায় বোমা-বন্দুকের সামনে লড়ছেন বিজেপি কর্মীরা৷

এদিন সভা থেকে বেরিয়ে বারাণসীতে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএ জোটের তাবড় নেতারা৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার পরে নিজের ভাষণে নতুন ভোটারদের স্বাগত জানাতে মিষ্টিমুখ করানোর কথাও জানান নমো৷

মনোনয়ন জমা দেওয়ার জন্য পায়ে হেঁটে জেলাশাসকের দপ্তরে যান তিনি৷ সেখানেই তাঁর প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা করান৷ এদিনের এই মনোনয় ঘিরে রাস্তার দু’পাশে মোদিকে দেখতে ভিড় জমান উৎসাহী জনতা৷ তাঁদের দিকে হাত নাড়েন মোদি৷

শুক্রবার সকালে বারাণসীতে দলীয় সভা থেকে মোদি বলেন, ‘‘আমাদের দেশে এখনও পর্যন্ত অনেক নির্বাচন হয়েছে। এতগুলি নির্বাচনের পর রাজনৈতিক পণ্ডিতরা মাথা চুলকোবেন, কারণ স্বাধীনতার পর এই প্রথমবার দেশে একদলীয় শাসনের প্রতি আস্থা রেখে জনস্রোত দেখা দিয়েছে৷ একটি বুথেও হারলে আমি বারাণসীতে জিতে খুশি হব না৷ আমি প্রতিটি বুথে জিততে চাই৷ কেউ মোদীকে যতই হেনস্থা করুক, আপনারা ভয় পাবেন না৷ আমি জিতব কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। গণতন্ত্রের জয় হওয়াটাই বেশি জরুরি৷’’ পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলায় বোমা-বন্দুকের সামনে লড়ছেন বিজেপি কর্মীরা। বাড়ি ফিরবেন কি না জানেন না৷’’

মনোনয়ন জমা দেওয়ার আগে বৃহস্পতিবারই মোদি গঙ্গা আরতি করেন। তার আগে হয় মোদির মেগা রোড শো। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে তা শেষ হয় দশাশ্বমেধ ঘাটে। পরে, আজ মনোনয়ন জমা দেওয়ার আগে কালভৈরবের মন্দিরে পুজো দেন নমো৷ পুজো দিয়ে মনোনয়নপত্র পেশ করেন৷

মনোনয়নপত্র পেশের সময় ছিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে, শিরোমণি অকালি দলের প্রকাশ সিং বাদল, লোকজনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান, জেডি (ইউ) নেতা নীতীশ কুমার। তাঁরা ছাড়াও ছিলেন এআইডিএমকে, আপনা দলের প্রতিনিধিরাও।

গত লোকসভা নির্বাচনে মোদি হলফনামায় জানিয়েছিলেন, তাঁর কাছে সেই মুহূর্তে ছিল নগদ ৪৮,৯৪৪ টাকা৷ মোদির নামে রয়েছে দু’টি এসবিআই অ্যাকাউন্ট৷ একটিতে রয়েছে ১ কোটি ০৭ লক্ষ ৯৬ হাজার ২৮৮ টাকা৷ অন্যটিতে আছে ১১লক্ষ ২৯হাজার ৬৯০ টাকা৷ রয়েছে বিনিয়োগ৷ তার পরিমাণ প্রায় ৫ লক্ষ ১৮ হাজার ২৩৫ টাকা৷ ১ লক্ষ ৫৯ হাজার ২৮১ টাকার জীবনবীমাও আছে মোদির নামে৷ রয়েছে ৪টি সোনার আংটি৷ মূল্য প্রায় ১লক্ষ ৩৮ হাজার ০৬০ টাকা৷ একটি বাড়ির আংশিক মালিকানা রয়েছে নরেন্দ্র মোদির নামে৷

নির্বাচনের সময় নিজের স্ত্রী বা স্বামীর সম্পত্তির হিসেব দেওয়া বাধ্যতামূলক। তাই গত লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ত্রী যশোদাবেনের কথা প্রথম উল্লেখ করেন মোদী। সরকারে আসার পরে তিন বছর ধরে সম্পত্তির খতিয়ান দেওয়ার সময়েও স্ত্রীর নাম উল্লেখ করছেন তিনি। তবে তাঁর সম্পত্তির বিষয়ে কোনও উল্লেখ থাকছে না। সেই জায়গায় মোদী লিখছেন, ‘‘জানা নেই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *