বিজেপির EVM ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস তৃণমূলের

বারাকপুর: ব্যারাকপুর কেন্দ্রে ইভিএমে প্রতীকের নিচে বিজেপির নাম। ব্যারাকপুরে ইভিএম কমিশনিংয়ের সময় এমন ঘটনা সামনে আসে। নিয়ম অনুযায়ী, ইভিএমে প্রার্থীর ছবি ও দলের প্রতীক থাকে, কিন্তু, দলের নাম থাকে না। এক্ষেত্রে বিজেপির নাম লেখা থাকায় আপত্তি তোলে বিরোধীরা। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তবে, ইভিএম নিয়ে অভিযোগ নতুন নয়৷ তিন দফায় ইভিএম গোলমালের

d3da88acd212ac4a22942466e232c45e

বিজেপির EVM ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস তৃণমূলের

বারাকপুর: ব্যারাকপুর কেন্দ্রে ইভিএমে প্রতীকের নিচে বিজেপির নাম। ব্যারাকপুরে ইভিএম কমিশনিংয়ের সময় এমন ঘটনা সামনে আসে।

বিজেপির EVM ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস তৃণমূলেরনিয়ম অনুযায়ী, ইভিএমে প্রার্থীর ছবি ও দলের প্রতীক থাকে, কিন্তু, দলের নাম থাকে না। এক্ষেত্রে বিজেপির নাম লেখা থাকায় আপত্তি তোলে বিরোধীরা। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

তবে, ইভিএম নিয়ে অভিযোগ নতুন নয়৷ তিন দফায় ইভিএম গোলমালের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণের সময় ইভিএম ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। দেশের সাড়ে ১০ লাখ ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশন ২৩ লাখ ৪০ হাজার ইভিএম নামিয়েছে। তার মধ্যে বাস্তবে কাজে নেমেছে ২০ লাখ ৭ হাজার ইভিএম। আড়াই লাখ রাখা আছে বিকল্প হিসেবে।

প্রধানত তিন ধরনের অভিযোগ ইভিএম নিয়ে। ভিভিপ্যাটের পেপার রোল আটকে যাচ্ছে। ইভিএমের বোতাম আটকে যাচ্ছে। আর ইভিএম ও ভিভিপ্যাটের মধ্যে ঠিকমতো সংযোগ হচ্ছে না। ভোটকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণের অভাবও একটা কারণ হতে পারে বলে জানাচ্ছে কমিশন। বিরোধীরা ইতিমধ্যেই ইভিএমের গোলমাল নিয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *