ধামড়া: যশ আছড়ে পড়ার আগেই কার্যত বিপর্যস্ত ধামড়া পোর্ট। গতকাল মাঝরাত থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। প্রবল বৃষ্টিপাতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে ধামড়ার বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, প্রায় দেড় কিলোমিটার এগিয়ে এসেছে সমুদ্র। যার জেরে কার্যত নাকাল অবস্থা ধামড়ার বাসিন্দাদের।
আরও পড়ুন- ক্রমেই বাড়ছে যশের ধ্বংসলীলা! রাজ্যের ১০ জেলায় নামানো হল সেনাবাহিনী
গতকাল থেকেই হাওয়া দপ্তর সূত্রে বারবার উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা চালানো হয়। ল্যান্ডফলের সময় গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। কয়েক হাজার মানুষকে সাইক্লোন সেন্টারে সরিয়ে আনা হয়েছে। এখনও উদ্ধার কার্য চলছে। একদিকে ঝড় অন্যদিকে ভরা কোটাল দুইয়ে পরিস্থিতি আরো জটিল হতে শুরু করেছে। এমনকি বেলা বাড়তেই দীঘা এবং বেশকিছু সামুদ্রিক এলাকায় জলোচ্ছ্বাসও বাড়তে শুরু করে। অন্যদিকে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। এছাড়াও আজ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এমনকি পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে ভারী বর্ষণ। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের ১০ জেলায় নামানো হল ১৭ সাইক্লোন রিলিফ কলাম। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে বাড়তি বাহিনী।