অনুব্রত গড়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ

বোলপুর: ভোটারদের টাকা বিলি করার অভিযোগে আটক বিজেপি কর্মী। এদিন সকালে ঘটনাটি ঘটে বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মকরমপুরে। বোলপুর থানার পুলিস অভিযুক্ত বিজেপি কর্মী নরেশ ঘোষকে আটক করেছে। তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এর আগে একাধিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ উঠেছিল,

অনুব্রত গড়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ

বোলপুর: ভোটারদের টাকা বিলি করার অভিযোগে আটক বিজেপি কর্মী। এদিন সকালে ঘটনাটি ঘটে বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মকরমপুরে। বোলপুর থানার পুলিস অভিযুক্ত বিজেপি কর্মী নরেশ ঘোষকে আটক করেছে। তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে একাধিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ উঠেছিল, বিজেপি বাংলাদেশ সীমান্ত এলাকা হিলি ব্লকে টাকা বিলি করছে। তা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় তৃণমূল। জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিল তারা। সেই খবর যে তাঁর কাছে রয়েছে, সম্প্রতি বুনিয়াদপুরে এসে তা-ই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বলেন, ‘‘আমি সব জানি৷ মানুষের গণতান্ত্রিক অধিকার টাকা দিয়ে কিনতে চাইছে বিজেপি৷’’ সেই সঙ্গে জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি যদি সীমান্তে টাকা বিলোয়, সেই ছবি, ভিডিয়ো মোবাইলে তুলে রাখুন। আমাদের কাছে পাঠান। তার পরে দেখছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =