করোনা টিকা বণ্টনে মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার অনুদান কৃষক দম্পতির!

করোনা টিকা বণ্টনে মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার অনুদান কৃষক দম্পতির!

কাসারাগোদ: ফের কেরল। বিড়ি শ্রমিকের পর এবার এক কৃষক দম্পতি। কেরলের মুখ্য়মন্ত্রীর ‘ভ্যাকসিন চ্যালেঞ্জ’ ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দিলেন এক কৃষক দম্পতি৷ তাঁদের ৫০তম বিবাহ বার্ষিকী অন্যরকম ভাবে পালন করতেই এই অনুদান দিয়েছেন তাঁরা৷ এই দম্পতি কেরলের কাসারাগোদ জেলার বাসিন্দা৷

রাভানেশ্বরমের বাসিন্দা থেক্কেপাল্লাথ কুট্টায়ন ও তাঁর স্ত্রী চিরুথা এই টাকা উডুমা বিধানসভার বিধায়ক সিএইচ কুঞ্জাম্বু’র হাতে তুলে দেন ৷ কেরলে করোনার দ্বিতীয় ঢেউ যে মারাত্মক আকার ধারণ করেছে, তার থেকে মুক্তি পেতে সামান্য কিছু অবদান রাখলেন বলে জানিয়েছেন কুট্টায়ন ৷ তিনি আরও জানিয়েছেন, তাঁর এই অবদানে যদি চার জন মানুষও প্রাণে বাঁচেন, তবে তিনি নিজেকে ধন্য মনে করবেন ৷ গোটা জীবনই কুট্টায়ন চাষাবাদ করে জীবনযাপন করে চলেছেন৷ তিনি নিজের হাতে চাষ করেননি এমন জিনিস  খুবই কম আছে ৷ বর্তমানে তিনি সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করছেন ৷ চাষের পাশাপাশি কুট্টায়ন কৃষিকাজ সম্পর্কে তাঁর জ্ঞান এবং অভিজ্ঞতা এলাকার যুবকদের সঙ্গে শেয়ার করেন৷ 

উল্লেখ্য, এর আগে কেরলের কোঝিকোরের এক বিড়ি শ্রমিক নিজের জীবনের পুরো জমানো টাকাই কেরলের মুখ্য়মন্ত্রীর ‘ভ্যাকসিন চ্যালেঞ্জ’ ফান্ডে দান করেন৷ প্রায় দু’ লক্ষ টাকা তিনি অনুদান দিয়েছিলেন৷ তিনি ওই টাকা বিড়ি সংস্থা যে অবসর নেওয়ার পর ভাতা হিসেবে পেয়েছিলেন৷ তিনি ব্যাংকে টাকা দিতে গেলে সেখানকার কর্মীরাও অবাক হন এবং তাঁকে এভাবে সব টাকা দিয়ে দিতে বারণও করেন৷ কিছু টাকা নিজের জন্য সঞ্চয় করে রাখার পরামর্শও দেন৷ কিন্তু তিনি কোনও কথায় কান না দিয়ে জীবনের শেষ সম্বল ওই দু’লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে টিকার জন্য দান করে দেন৷ তাঁর সন্তানরাও বাবার এহেন কাজে খুবই গর্ব বোধ করেছিলেন৷ তাঁকে বাধা না দিয়ে উৎসাহ জুগিয়েছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *