নয়াদিল্লি: এবার প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য বাড়ির কাছে টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এই নিয়ে একটি গাইডলাইনও প্রকাশ করা হয়। মূলত ষাটোর্ধ্ব ব্যক্তি সহ বিশেষভাবে অক্ষম মানুষদের টিকাকরণ নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে নিয়ার টু হোম কোভিড ভ্যক্সিনেশন সেন্টার৷
কোভিড ১৯-এর ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন তাদের টেকনিক্যাল কমিটি সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল। আর তাদের এই প্রস্তাবেই এবার সায় দিল কেন্দ্র। কেন্দ্রের নয়া গাইডলাইন অনুযায়ী, ৬০ বছরের বেশি এবং শারীরিকভাবে বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের বাড়ির কাছেই ভ্যাকসিন সেন্টার খোলা হবে এবং তাঁরা সেখান থেকেই টিকা নিতে পারবেন। ষাটোর্ধ্ব ব্যক্তি এবং শারীরিকভাবে অক্ষম মানুষরা যাতে টিকা থেকে বঞ্চিত না হন, সেই কারণেই তাঁদের টিকা দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রক থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সংক্রান্ত গাইডলাইন পাঠানো হয়েছে। এমনকি সব রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এই বিষয়ে কাজ করছেন যিনি সেই আধিকারিককে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হয়৷ যাতে শীঘ্রই এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়৷ ভ্যাকসিনেশন সেন্টার শুরু করতে হবে স্বাস্থ্যকেন্দ্র নয় এমন জায়গায়। উদাহরণ দিয়ে বলা হয়েছে, বিভিন্ন কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ঘর, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রমে করা যেতে পারে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া।
উল্লেখ্য, টিকা নিয়ে দেশজুড়ে হাহাকার চলছেই৷ এখনও অনেক জায়গায় ১৮ ঊর্ধ্বদের টিকা প্রদান করা শুরু করা যায়নি৷ এরই মধ্যে কেন্দ্রের নতুন সিদ্ধান্তে দ্রুত টিকাকরণের ক্ষেত্রে আশার আলো দেখছে আমজনতা৷