নয়াদিল্লি: কিছুতেই কাটছে না অস্বস্তি৷ মামলা দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ নির্বাচন কমিশনের৷ বিনা অনুমতিতে মিছিল করার দায়ে কমিশনের তরফে গৌতম গম্ভীরের বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ৷ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ৷
ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে তিসহাজারি কোর্টে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার দাবি করল আম আদমি পার্টি। আপের অভিযোগ, গৌতমের নামে দু’টি সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে। একটি রয়েছে রাজেন্দ্র নগরে এবং অপরটি রয়েছে করোল বাগে।
Election Commission directs East Delhi Returning Officer to file an FIR against Gautam Gambhir, BJP’s candidate from East Delhi parliamentary constituency for “holding a rally in East Delhi without permission.” (file pic) pic.twitter.com/TyvztxOqv3
— ANI (@ANI) April 27, 2019
অভিযোগ উড়িয়ে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, ভোটে হেরে যাবে বুঝতে পেরে আপ এইসব বিষয় নিয়ে মাতামাতি করছে। গৌতমের জমা দেওয়া নথি সঠিক এবং কেউ তাঁকে নির্বাচনে লড়াই করা থেকে বিরত করতে পারবে না। তিওয়ারির কথায়, ‘আমরা ইতিবাচক রাজনীতির পক্ষে। বিরোধীদের নেতিবাচক রাজনীতি আমাদের কোনও ক্ষতি করতে পারবে না।’