মদনকে রুখতে নয়া চাল বিজেপির, ছ’টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা

কলকাতা: ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মদন মিত্রের বিরুদ্ধে অর্জুন সিংয়ের ছেলে পবন কুমার সিংকে প্রার্থী করল বিজেপি৷ একই সঙ্গে শনিবার রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ইসলামপুরে ডা. সৌম্যরূপ মণ্ডল, হবিবপুরে জুয়াল মুর্মু, কান্দিতে সনত মণ্ডল, নওদায় অনুপম মণ্ডল ও ভাটপাড়ায় পবন কুমার সিংকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, দার্জিলিং কেন্দ্রে নীরজ

ecd9292a54b8cf821d932705e370c271

মদনকে রুখতে নয়া চাল বিজেপির, ছ’টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা

কলকাতা: ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মদন মিত্রের বিরুদ্ধে অর্জুন সিংয়ের ছেলে পবন কুমার সিংকে প্রার্থী করল বিজেপি৷ একই সঙ্গে শনিবার রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ইসলামপুরে ডা. সৌম্যরূপ মণ্ডল, হবিবপুরে জুয়াল মুর্মু, কান্দিতে সনত মণ্ডল, নওদায় অনুপম মণ্ডল ও ভাটপাড়ায় পবন কুমার সিংকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, দার্জিলিং কেন্দ্রে নীরজ জিম্বার নাম আগেই ঘোষণা হয়েছিল।

গত বৃহস্পতিবার সিউড়ির চাঁদমারিতে নির্বাচনী সভায় থেকে প্রার্থী হিসাবে মদন মিত্রের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, বিধানসভা উপনির্বাচনে দার্জিলিংয়ে মোর্চার হয়ে লড়বেন বিনয় তামাং, সমর্থন করবে তৃণমূল৷ এছাড়াও আরও তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেন তিনি৷ জানান, বিধানসভা উপনির্বাচনে ভাটপাড়া থেকে লড়বেন মদন মিত্র৷ হাবিবপুর বিধানসভা উপনির্বাচনে লড়বেন অমল কিসকু৷ ইসলামপুর থেকে লড়বেন আবদুল করিম চৌধুরি৷

২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি থেকে হেরে গিয়েছিলেন মদনবাবু। সে বার জেল থেকে ভোটে লড়েছিলেন তিনি। সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল এই পোড় খাওয়া নেতাকে। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আস্তে আস্তে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছেন। টিকিট নিয়ে অসন্তোষের জেরে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। পাশাপাশি তাঁকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। এর জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অর্জুন সিং। যার ফলে ভাটপাড়া বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে৷

মুর্শিদাবাদের কান্দি ও নওদায় উপনির্বাচন হবে ২০ মে৷ ইসলামপুর, হবিবপুর (এসটি) ও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে কোনও বিধায়ক নেই। সেই আসনগুলিতে আগামী ১৯ মে বিধানসভার উপ-নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *