পুলিশের মার খেয়ে ক্যান্সার হয়েছে সাধ্বী প্রজ্ঞার! দাবি রামদেবের

নিয়াদিল্লি: বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরকে সমর্থন জানিয়ে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বাবা রামদেব৷ প্রজ্ঞা ঠাকুরকে ‘জাতীয়তাবাদী’ আখ্যা দিয়ে রামদেব বলেন, দীর্ঘ নয় বছর ধরে কারাগারে প্রজ্ঞার উপর যে নির্যাতন করা হয়েছে তাতেই ক্যান্সার ধরা পড়েছে বিজেপি নেত্রীর! ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিনে মুক্তি পাওয়া প্রজ্ঞা ঠাকুরের সমর্থনে রামদেব বলেন, “শুধুমাত্র সন্দেহের বশে

ccc6eb89c96575befd4f79419ebfadb6

পুলিশের মার খেয়ে ক্যান্সার হয়েছে সাধ্বী প্রজ্ঞার! দাবি রামদেবের

নিয়াদিল্লি: বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরকে সমর্থন জানিয়ে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বাবা রামদেব৷ প্রজ্ঞা ঠাকুরকে ‘জাতীয়তাবাদী’ আখ্যা দিয়ে রামদেব বলেন, দীর্ঘ নয় বছর ধরে কারাগারে প্রজ্ঞার উপর যে নির্যাতন করা হয়েছে তাতেই ক্যান্সার ধরা পড়েছে বিজেপি নেত্রীর!

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিনে মুক্তি পাওয়া প্রজ্ঞা ঠাকুরের সমর্থনে রামদেব বলেন, “শুধুমাত্র সন্দেহের বশে গ্রেপ্তার হন প্রজ্ঞা। তাকে জেলে এমন নির্যাতন করা হয়েছিল যেন তিনি একজন সন্ত্রাসবাদী! কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নয় বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে৷ যে প্রবল চাপ তাকে সহ্য করতে হয়েছিল তাঁর ফলে প্রজ্ঞা শারীরিকভাবে দুর্বল হয়ে যান ও ক্যান্সারের মতো রোগ হয় তার। তিনি একজন সন্ত্রাসী নয় বরং জাতীয়তাবাদী মহিলা৷’’

২৬/১১ মুম্বাই বিস্ফোরণ কাণ্ডের শহিদ হেমন্ত কারকারেকে নিয়ে প্রজ্ঞা ঠাকুরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রামদেব প্রজ্ঞার প্রতি সহানুভূতি প্রদর্শন করার আহ্বান জানান।  বলেন, “এই নারীর জন্য আমাদের কিছু সহানুভূতি দেখানো উচিত৷ ওঁর যে উদাসীনতা ও তিক্ততা জন্মেছে তা বোঝার চেষ্টা করা উচিত৷’’

প্রজ্ঞা ঠাকুর গর্ব করে বলেছিলেন, তাঁর অভিশাপেই হেমন্ত কারকারের মৃত্যু হয়েছে। একটি সাংবাদিক বৈঠকে প্রজ্ঞা বলেন, “আমি হেমন্তকে বলেছিলাম, আপনি শেষ হয়ে যাবেন৷ ঠিক তার দুই মাসেরও কম সময়ে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছিল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *