বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হলেন মমতাই: সূর্যকান্ত

কলকাতা: সারা দেশে বিরোধী শিবিরের মধ্যে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাধের ফেডারেল ফ্রন্ট আসলে বিজেপির বকলমেই তৈরি। কিন্তু দেরিতে হলেও ওঁর এই মতলব বুঝতে পেরে এখন ব্রিগেডের মঞ্চে আসা অনেক দলই তৃণমূলনেত্রীকে এড়িয়ে চলছে। আসলে তারা খবর নিয়ে জেনেছে যে বাংলায় বিজেপির সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার গোপন এজেন্ডার পথে হেঁটে তৃণমূলনেত্রী পরোক্ষে

বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হলেন মমতাই: সূর্যকান্ত

কলকাতা: সারা দেশে বিরোধী শিবিরের মধ্যে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাধের ফেডারেল ফ্রন্ট আসলে বিজেপির বকলমেই তৈরি। কিন্তু দেরিতে হলেও ওঁর এই মতলব বুঝতে পেরে এখন ব্রিগেডের মঞ্চে আসা অনেক দলই তৃণমূলনেত্রীকে এড়িয়ে চলছে। আসলে তারা খবর নিয়ে জেনেছে যে বাংলায় বিজেপির সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার গোপন এজেন্ডার পথে হেঁটে তৃণমূলনেত্রী পরোক্ষে নরেন্দ্র মোদির দলেরই সুবিধা করে দিতে চাইছেন। এই লক্ষ্যেই তৃণমূল ও বিজেপি পরিকল্পনামাফিক আসন ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রার্থী তালিকা তৈরি করেছে। লোকসভা নির্বাচনপর্বে কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই মারাত্মক অভিযোগ করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

বিজেপি-তৃণমূলের মধ্যে গোপন বোঝাপড়ার ব্যাপারে সূর্যবাবুরা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন। এবার লোকসভা নির্বাচনের সময় সেই সুর আরও চড়িয়েছেন তাঁরা। বিশেষ করে তৃণমূলের প্রার্থী তালিকা দেখার পর মোদি-মমতার বাকযুদ্ধকে পুরোপুরি মেকি এবং মানুষকে বোকা বানানোর ছক বলে অভিহিত করেছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করে, তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সিপিএমের নিচুতলায় রক্তক্ষরণের সম্ভাবনা এবারের ভোটেও প্রবল। সেই কারণে দল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঘটনা ঘটেছে নির্বাচনের মরশুমেও। এই অবস্থায় দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে পাল্টা আক্রমণের পথই বেছে নিচ্ছে নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =