‘বিত্তশালী’ অর্জুন-দীনেশের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

বারাকপুর: টানটান লড়াই এবার বারাকপুর লোকসভা কেন্দ্রের৷ একদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, অন্যদিকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর৷ রাজনীতির ময়দানে লড়াই জারি থাকলেও সম্পতির খতিয়ানেও রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার তোড়জোড়৷ হলফনামা জমা দিয়েই দুই প্রার্থীই জানিয়েছেন তাঁদের বিপুল সম্পত্তির হিসাব৷ বিতর্ক তাঁর চিরসঙ্গী। দাপুটে নেতাও বটে৷ তৃণমূলের টিকিটে একাধিকবার জিতেছেন ভাটপাড়া বিধানসভা আসন৷ সেই অর্জুন

‘বিত্তশালী’ অর্জুন-দীনেশের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

বারাকপুর: টানটান লড়াই এবার বারাকপুর লোকসভা কেন্দ্রের৷ একদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, অন্যদিকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর৷ রাজনীতির ময়দানে লড়াই জারি থাকলেও সম্পতির খতিয়ানেও রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার তোড়জোড়৷ হলফনামা জমা দিয়েই দুই প্রার্থীই জানিয়েছেন তাঁদের বিপুল সম্পত্তির হিসাব৷

বিতর্ক তাঁর চিরসঙ্গী। দাপুটে নেতাও বটে৷ তৃণমূলের টিকিটে একাধিকবার জিতেছেন ভাটপাড়া বিধানসভা আসন৷ সেই অর্জুন সিংহই এবছর তৃণমূল ছেড়ে বিজেপিতে। বারাকপুর কেন্দ্রে নরেন্দ্র মোদির পতাকা তাঁরই কাঁধে।
দাপুটে এই প্রার্থীর দাপটের সাক্ষর রয়েছে নির্বাচন কমিশনে মনোনয়নের সময় জমা দেওয়া তাঁর হলফনামায়। সেখানে কী দেখা যাচ্ছে, দেখুন!

অর্জুন সিংহ নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে নগদ ১ লক্ষ ৯৪ হাজার ৮৮০টাকা৷ স্ত্রীর হাতে মাত্র ১৫ হাজার টাকা৷ ব্যাংকে রয়েছে ২০ লক্ষ ৬১ হাজার ১২১টাকা৷ রয়েছে বিপুল পরিমাণ অলঙ্কার৷ ৩ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার রয়েছে অর্জুনের৷ স্ত্রীর কয়েছে ৬৪ হাজার ৫০০টাকার অলঙ্কার৷ অর্জুনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৭৬ হাজার ১৯১টাকা৷ স্ত্রীর আছে ৭৯ হাজার ৫০০টাকা৷ জমি-বাড়ি মিলিয়ে অর্জুনের স্থাবর সম্পত্তি রয়েছে ৫১ লক্ষ টাকা৷ তাঁর স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই৷ নেই কোনও গাড়ি৷ রয়েছে ২৪টি মামলা৷

বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর আয় ব্যয়ের হিসেব এক নজরে দেখে নেওয়া যাক৷ নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় জানিয়েছেন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর জানিয়েছেন, দীনেশ ত্রিবেদীর হাতে এই মুহূর্তে রয়েছে নগদ ১ লক্ষ ৯১ হাজার ৫১৪টাকা৷ স্ত্রীর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৬৪১ টাকা৷ ব্যাংকে রয়েছে ৩ লক্ষ ২৭ হাজার টাকা৷ স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ২১ লক্ষ ৫৮ হাজার টাকা৷ শেয়ারে বিপুল পরিমাণ বিনিয়োগের রয়েছে দীনেশের৷ নিজের নামে ৫৬ লক্ষ ৪৯ হাজার টাকা থাকলেও স্ত্রীর নামে আছে ৮৮ হাজার ৯৪৩টাকা৷ রয়েছে একটি গাড়ি৷ যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ৬৮ হাজার টাকা৷ নিজের অলঙ্ক না থাকলেও দীনেশের স্ত্রীর আছে ২ লক্ষ ৮ হাজার টাকার অলঙ্কার৷ তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৮৯ লক্ষ ২৭ হাজার টাকা৷ স্ত্রীর ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা৷ জমি-বাড়ি মিলিয়ে দীনেশের মোট স্থাবর সম্পত্তি ২ কোটি ৯৩লক্ষ ৮০ হাজার টাকা৷ স্ত্রীর স্থাবর সম্পত্তি ২ কোটি ১১লক্ষ ২৪ হাজার টাকা৷ নেই কোনও মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =