আরা: ‘চৌকিদার চোর হ্যায়’- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই মন্তব্য করেছিলেন। তার জেরে বিহারের আদালতে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক স্থানীয় আইনজীবী।
রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং মানুষকে ভুলপথে চালিত করার অভিযোগ আনা হয়েছে। সমস্তিপুর জেলায় নির্বাচনী প্রচারে এসে ওই মন্তব্য করেছিলেন রাহুল। সে সময় সভায় আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও উপস্থিত ছিলেন। সত্যব্রত নামে ওই আইনজীবীর দায়ের করা অভিযোগে তেজস্বীর নামও রয়েছে। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার শর্মার এজলাসে ওই অভিযোগ দায়ের করা হয়।