মোরাদা, সুকিন্ডা ও ডাল্টনগঞ্জ: দিনে ১৮ ঘণ্টা কাজ করেন নরেন্দ্র মোদি। এবং সেই কাজ থেকে তিনি মাসের পর মাস ছুটি নেন না। ওড়িশার সুকিন্ডায় শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওড়িশাবাসীকে তিনি এও প্রতিশ্রুতি দেন, বিজেপি পুনরায় ক্ষমতায় আসার ৯০ দিনের মধ্যে ওড়িশার চিটফান্ড এবং খনি কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদের জেলে পাঠানো হবে।
এদিন ওড়িশার সুকিন্ডা এবং মোরাদায় সভা করেন শাহ। দু’টি সভাতেই তিনি ‘দুর্নীতি এবং অযোগ্যতা’র প্রশ্ন তুলে সেরাজ্যের বিজেডি সরকারের কড়া সমালোচনা করেন। জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে তিনি বলেন, বিজেডি সরকারকে উৎখাত করলেই তবে রাজ্যে উন্নয়নের জোয়ার আসবে। তাই মোদি শুধুমাত্র প্রধানমন্ত্রী হলেই ওড়িশাবাসীর সমস্যার সমাধান হবে না। রাজ্য থেকে নবীন পট্টনায়কের শাসনকে উৎখাত করতে হবে। মানুষের সমর্থনের প্রসঙ্গ তুলে অমিতের মন্তব্য, যেভাবে বিজেপির সমর্থন বাড়ছে তাতে বিজেডি নেতৃত্বের ঘুম উড়ে গিয়েছে। তাই লোকসভার পাশাপাশি সেরাজ্যে বিধানসভা নির্বাচনেও বিজেপি জয় পাবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন বিজেপি সভাপতি অমিত শাহ।