নির্বাচনী প্রচারে গিয়ে ফের জ্ঞান হারালেন নীতিন গাদকারি

সিরিডি (মহারাষ্ট্র): নির্বাচনী প্রচারের মধ্যেই সভামঞ্চে জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গাদকারি। শনিবার মহারাষ্ট্রের সিরিডির কাছে রাহাতা এলাকায় প্রচার চলাকালীন এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সিরিডি লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী সদাশিব লোখন্ডের হয়ে প্রচারে এসেছিলেন নীতিন গাদকারি। সভায় বক্তব্য শেষ করে নিজের আসনে যাওয়ার সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বিজেপি নেতার

নির্বাচনী প্রচারে গিয়ে ফের জ্ঞান হারালেন নীতিন গাদকারি

সিরিডি (মহারাষ্ট্র): নির্বাচনী প্রচারের মধ্যেই সভামঞ্চে জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গাদকারি। শনিবার মহারাষ্ট্রের সিরিডির কাছে রাহাতা এলাকায় প্রচার চলাকালীন এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, সিরিডি লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী সদাশিব লোখন্ডের হয়ে প্রচারে এসেছিলেন নীতিন গাদকারি। সভায় বক্তব্য শেষ করে নিজের আসনে যাওয়ার সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বিজেপি নেতার নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ছুটে আসেন আহমেদনগরের বিজেপি প্রার্থী ভিখে পাতিল ও রাজ্যের মন্ত্রী রাম সিন্ধে। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য জ্ঞান ফিরে আসে। পরে নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তিনি। সভাস্থল থেকে বেরোনোর আগে চিকিৎসকরা কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষাও করেন বলে জানান তিনি। পরে, এদিন সন্ধ্যায় সাইবাবা মন্দিরেও যান নীতিন গাদকারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =