বেঙ্গালুরু: করোনা আবহে প্রশাসনের নথিতে বেওয়ারিশ দেহের সংখ্যা বাড়তে থাকায় প্রায় ১,১০০ দেহ সৎকারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। বুধবার প্রশাসনের উদ্যোগে সেই সব দেহের অন্তিম সংস্কার করা হয়। এদিন দুপুর ১টা নাগাদ বেলাকাভারিতে কর্ণাটকের রাজস্ব দফতরের মন্ত্রী আর অশোক ৫৬০ জনের অস্তি রীতি মেনে কাবেরী নদীতে বিসর্জন দেন।
করোনা নামক মারণ ভাইরাসের আক্রমণে ইতিমধ্যেই দেশের লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিংহভাগ মানুষের দেহই সৎকার করা করেছেন তাঁদের পরিজনরা৷ কিন্তু এমন অনেক হতভাগ্য রয়েছেন, যাঁদের মৃত্যুর পর কেউ দেহ নিতে আসেননি বা হয়তো দেহ নেওয়ার কেউ নেই, তিনি একাই ছিলেন। আবার অনেকের ছেলে-মেয়ে বাইরে থাকায় ফলে দেহ হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে। করোনা সংক্রামক ব্যাধি হওয়ায় আবার অনেকের পরিবার দেহ নিতেই অস্বীকার করেছে। ফলে প্রশাসনিক নথিতে দাবিহীন দেহের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল৷ এর মধ্যেই ১১০০ দেহ সৎকারের উদ্যোগ নেয় রাজ্য সরকার৷ বুধবার সেই দেহ সৎকারের পর অস্তি বিসর্জন দিয়ে কর্ণাটকের রাজস্ব দফতরের মন্ত্রী আর অশোক বলেন, ‘এই অতিমারিতে যেসব মানুষ মারা গিয়েছেন, তাঁদের সম্মানের সঙ্গে বিদায় জানাতে চেয়েছিল আমাদের সরকার৷ ৫৬০ জনের অস্তি বিসর্জন দেওয়া হয়েছে৷’
প্রসঙ্গত, দেশজুড়ে করোনা আক্রান্তের হার নিম্নগামী। দীর্ঘ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এর জেরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে কর্ণাটকে মঙ্গলবার ১৪,৩০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৪৬৪ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ১৮ হাজার ৭৩৫ জন আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫৫৪। তবে এখনও দুশ্চিন্তা কাটেনি প্রশাসনের।