টুইটারে নীল টিক হারালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, দেশ জুড়ে বিতর্কের ঝড়

টুইটারে নীল টিক হারালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, দেশ জুড়ে বিতর্কের ঝড়

85313c5e3ee4ac8e5565125a77ffd6e6

নয়াদিল্লি:  উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর পর মোহন ভাগবত৷ টুইটারে নীল টিক ভ্যারিফিকেশন ব্যাজ হারালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান৷ পাশাপাশি সঙ্ঘের আরও চার সদস্য নীল টিকের কৌলিন্য হারালেন৷ মোহন ভাগবর ছাড়াও সুরেশ সোনি, অরুণ কুমার, সুরেশ জোশী এবং কৃষ্ণা কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- নমোর সুযোগ্য নেতৃত্বে নিয়ন্ত্রণে করোনার দ্বিতীয় ঢেউ, যুদ্ধ জয়ের আগাম ঘোষণা শাহের

সম্প্রতি ভারত সরকার ও টুইটারের মধ্যে নীতিগত দিক থেকে দ্বন্দ্ব দেখা গিয়েছে৷ যার জেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক তুলে নেওয়ার পর থেকেই মাথাচাড়া দেয় বিতর্ক৷ এর পর সঙ্ঘ প্রধানের অ্যাকাউন্ট থেকে নীল টিক উঠতেই তোলপাড় নেট দুনিয়া৷ যদিও টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও অ্যাকাউন্ট ৬ মাসের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকলে এই ব্যাজ সরিয়ে নেওয়া হচ্ছে৷ এক জনের নামে একাধিক ফেক প্রোফাইল রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ বেশ কিছু দিন ধরে এই নীল টিক ভেরিফিকেশন ব্যাজ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে সঙ্ঘ৷ 

অন্যদিকে সঙ্ঘের পাল্টা দাবি, দীর্ঘ দিন ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা প্রোফাইলেও নীল টিক রয়েছে৷ এমন প্রোফাইলের সংখ্যা নেহাত কম নয়৷ এক্ষেত্রে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রোফাইলের উদাহরণ তুলে ধরা হয়েছে৷ গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে এটা টুইটারের কৌশলী পদক্ষপ বলে সঙ্ঘের অভিযোগ৷ তাঁদের কথায় উপরাষ্ট্রপতির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক তুলে নেওয়াটা জাতীয় অপমান৷ টুইটার পক্ষপাত দুষ্ট বলেও তোপ দাগা হয়েছে৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *