বিজেপি প্রার্থীর গাড়িতে পুলিশের ‘স্টিকার’, কমিশনে যাচ্ছে তৃণমূল

দুর্গাপুর: ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ৷ এবার পুলিশ ‘স্টিকার’ সাঁটা গাড়িতে দুর্গাপুরে ঘুরে বেড়ানোর অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে৷ সৌমিত্র খাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল৷ পুলিশ ‘স্টিকার’ সাঁটা গাড়ি ব্যবহারের পাশাপাশি একটি সরকারি পার্কে দলীয় কাজকর্ম চালানোর অভিযোগও তুলেছে তৃণমূল৷ তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা

403526538d00b6c8945363a0185c43b5

বিজেপি প্রার্থীর গাড়িতে পুলিশের ‘স্টিকার’, কমিশনে যাচ্ছে তৃণমূল

দুর্গাপুর: ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ৷ এবার পুলিশ ‘স্টিকার’ সাঁটা গাড়িতে দুর্গাপুরে ঘুরে বেড়ানোর অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে৷ সৌমিত্র খাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল৷

পুলিশ ‘স্টিকার’ সাঁটা গাড়ি ব্যবহারের পাশাপাশি একটি সরকারি পার্কে দলীয় কাজকর্ম চালানোর অভিযোগও তুলেছে তৃণমূল৷ তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, সম্প্রতি সৌমিত্রবাবু পুলিশের স্টিকার সাঁটা গাড়িতে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের ভিতরে একটি রেস্তরাঁয় আসেন৷ কুমারমঙ্গলম পার্কের ওই রেস্তরাঁ থেকে বিজেপি প্রার্থী সৌমিত্রবাবু দলীয় কাজকর্ম পরিচালনা করছেন। অথচ ওই পার্ক রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিএসপির সম্পত্তি৷ তিনি ওই এলাকায় কীভাবে দলীয় কাজ চালানেন, তা নিয়ে কমিশনের অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি৷ তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার বিজেপির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *