দীপাবলী পর্যন্ত ৮০ কোটি দেশবাসীকে বিনামূল্য রেশন, ঘোষণা প্রধানমন্ত্রীর

দীপাবলী পর্যন্ত ৮০ কোটি দেশবাসীকে বিনামূল্য রেশন, ঘোষণা প্রধানমন্ত্রীর

75d0c0ca71ff28a7c855cbea5f606bfc

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে দীপাবলী পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর মাস পর্যন্ত এই রেশন দেওয়া হবে৷ গত বছর দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর ছয় মাস বিনা মূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মে ও জুন মাসে বিনা মূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়৷ সেই মেয়াদ আরও বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- ১৮ উর্ধ্ব সকলকে নাগরিককে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র, ঘোষণা নমোর

সোমবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, দীপাবলি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে৷  কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধন্তে উপকৃত হবে দেশের গরিব মানুষ৷ এদিকে রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প৷ এরই মাঝে বিনামূল্যে রেশনের কথা জানালেন নমো৷ 

পাশাপাশি টিকা নিয়েও বড় ঘোষণা করেছেন মোদী৷ জানিয়েছেন, টিকাকরণের জন্য রাজ্যগুলিকে আর কোনও অর্থ দিতে হবে না৷ ২১ জুন থেকে ১৮ উর্ধ্ব সকলকে টিকা দেবে কেন্দ্র৷ আগামী দুই সপ্তাহ একযোগে কাজ করবে কেন্দ্র-রাজ্য৷ প্রধানমন্ত্রী জানান, এবার থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশই কিনে নেবে ভারত সরকার। সেই ভ্যাকসিন বিনামূল্যে রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *