সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে ভোট কর্মীদের বিদ্রোহে উত্তাল মেদিনী

মেদিনীপুর: চতুর্থ দফার ভোটের আগে ফের নিরাপত্তার দাবি পথে নামলেন ভোটকর্মীদের একাংশ৷ আজ, পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শ’পাঁচেক ভোটকর্মী৷ প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এদিন সকালে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে জেলাশাকের কাছে একটি ভোটকর্মীদের দাবিদাওয়া তুলে ধরা হয়৷ লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী-সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে শিক্ষক শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য

655c351807aa4a88337008cd7dc635ac

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে ভোট কর্মীদের বিদ্রোহে উত্তাল মেদিনী

মেদিনীপুর: চতুর্থ দফার ভোটের আগে ফের নিরাপত্তার দাবি পথে নামলেন ভোটকর্মীদের একাংশ৷ আজ, পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শ’পাঁচেক ভোটকর্মী৷ প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এদিন সকালে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে জেলাশাকের কাছে একটি ভোটকর্মীদের দাবিদাওয়া তুলে ধরা হয়৷

লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী-সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে শিক্ষক শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতৃত্বে সারা রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি৷ বিভিন্ন জেলায় গড়ে ওঠা আন্দোলনের রেশ আজ সকালে আছড়ে পড়ে মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায়৷ জেলাশাসকের দপ্তরে সামনে বিরাট মিছিলও করা হয়৷ প্রায় পাঁচ শতাধিক ভোট কর্মী জেলাশাসকের দপ্তরের সামনে তাঁদের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। অবশেষে রবিবার হওয়ায় ডেপুটেশন গ্রহণ করেন এডিএম পঞ্চায়েত প্রতিমা দাস৷ আজ পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচ হাজার ভোট কর্মীর স্বাক্ষরসহ ডেপুটেশন কপিও জমা দেওয়া হয় জেলাশাসকের দপ্তরে।

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে ভোট কর্মীদের বিদ্রোহে উত্তাল মেদিনীঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রতিনিধিদলে ছিলেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, দীপঙ্কর তেওয়ারি, শ্যামল দে, সীমন্ত কর, সুরেশচন্দ্র পড়িয়া, বিপ্লব মল্লিক এবং অমিত ভট্ট৷ ডেপুটেশনে ঐক্যমঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে কত শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ করা হবে জানতে চাওয়া হলে এডিএম প্রতিমা দাস জানান, এখনও পর্যন্ত প্রায় ৯৪% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো তা ১০০% হয়ে যেতে পারে বলেও আশাপ্রকাশ করেন তিনি৷

ঐক্য মঞ্চের পক্ষ থেকে অমিত ভট্ট বলেন, ‘‘আমরা চাই ১০০% বুথেই থাকুক কেন্দ্রীয় বাহিনী৷ কিন্তু তা যদি না হয় তাহলে ডিসিআরসিতে গিয়ে আমরা বিক্ষোভে সামিল হতে বাধ্য হব।’’ দীপঙ্কর তেওয়ারি ও শ্যামল দে বলেন, ‘‘আমরা ভোট কর্মীর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। কিন্তু তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি বুথে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে৷ কেননা জীবনের নিরাপত্তার অধিকার আমাদের মৌলিক অধিকার।’’

ডেপুটেশন শেষে ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে আজ আমরা বিজয়ের দোরগোড়ায়। আমাদের দাবি ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী, তা আজ বাস্তবায়িত হতে চলেছে। এ জয় সারা রাজ্যের ঐক্যমঞ্চের নেতৃত্বে ভোট কর্মীদের আন্দোলনের ফল। ক্ষমতায় যে দলই থাকুক, ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে দলমত নির্বিশেষে গড়ে ওঠা ঐক্যমঞ্চের নেতৃত্বে আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। নির্বাচন কমিশন ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করলে আমরা কমিশনকে অভিনন্দন জানাব। আশা করি তারা আমাদের এই দাবি অতিসত্বর মেনে নেবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *